বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় রুহুল হাওলাদার ও শহিদুল মল্লিক নামের আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুন্দরবনের দুবলার চর থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ওই দুই জেলের মরদেহ উদ্ধার করে জেলেরা।
এই নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো অন্তত আট জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দুবলার চরে মাছ আহরণকারী জেলেরা।
এর আগে গত শুক্রবার রাতে সাগরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুকটি পল্লি এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়। শনিবার সকালে ডুবে যাওয়া ১৬টি ট্রলার এবং দেড় শতাধিক জেলেকে সাগর থেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা।
মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া রুহল হাওলাদার (৪২) বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং শহিদুল মল্লিক (৪০) একই এলাকার সৈয়দ মল্লিকের ছেলে।
শুক্রবার রাতে ট্রলার ডোবার পরে শনিবার দুজনের, রোববার রাতে একজনের এবং সোমবার আরও দুজনের মরদেহ উদ্ধার করেন জেলেরা। এরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার মামুন শেখ, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার ইসমাইল শেখ, কচুয়া উপজেলার বগা গ্রামের প্রয়াত সোনাম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী বাওয়ালী (২৮), একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে মহিদ মোল্লা (৩৫), একই উপজেলার আন্ধারমানিক গ্রামের প্রয়াত সৈয়দ আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন বাদলের (৫০)।
বগা গ্রামের জেলে ও নিহত ইয়াকুব আলীর স্বজন ইব্রাহীম আমানী বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত আমাদের গ্রামের চারজনের মরদেহ আমরা পেয়েছি। এছাড়া এখন পর্যন্ত আমাদের গ্রামের আবুবক্কর ও বাবুল হাওলাদার নামের দুই জেলে নিখোঁজ রয়েছে। আসলে এদের আর ফিরে পাব কিনা জানি না।’
সুন্দরবনের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, দুপুরে দুবলা চরের অদূরে সাগরে দুই জেলের মরদেহ ভেসে উঠলে জেলেরা চরে নিয়ে আসে। এ নিয়ে সাতজনের মরদেহ উদ্ধার হলো। নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় রুহুল হাওলাদার ও শহিদুল মল্লিক নামের আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুন্দরবনের দুবলার চর থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ওই দুই জেলের মরদেহ উদ্ধার করে জেলেরা।
এই নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো অন্তত আট জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দুবলার চরে মাছ আহরণকারী জেলেরা।
এর আগে গত শুক্রবার রাতে সাগরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুকটি পল্লি এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়। শনিবার সকালে ডুবে যাওয়া ১৬টি ট্রলার এবং দেড় শতাধিক জেলেকে সাগর থেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা।
মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া রুহল হাওলাদার (৪২) বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং শহিদুল মল্লিক (৪০) একই এলাকার সৈয়দ মল্লিকের ছেলে।
শুক্রবার রাতে ট্রলার ডোবার পরে শনিবার দুজনের, রোববার রাতে একজনের এবং সোমবার আরও দুজনের মরদেহ উদ্ধার করেন জেলেরা। এরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার মামুন শেখ, পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার ইসমাইল শেখ, কচুয়া উপজেলার বগা গ্রামের প্রয়াত সোনাম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী বাওয়ালী (২৮), একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে মহিদ মোল্লা (৩৫), একই উপজেলার আন্ধারমানিক গ্রামের প্রয়াত সৈয়দ আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন বাদলের (৫০)।
বগা গ্রামের জেলে ও নিহত ইয়াকুব আলীর স্বজন ইব্রাহীম আমানী বলেন, ‘ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত আমাদের গ্রামের চারজনের মরদেহ আমরা পেয়েছি। এছাড়া এখন পর্যন্ত আমাদের গ্রামের আবুবক্কর ও বাবুল হাওলাদার নামের দুই জেলে নিখোঁজ রয়েছে। আসলে এদের আর ফিরে পাব কিনা জানি না।’
সুন্দরবনের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, দুপুরে দুবলা চরের অদূরে সাগরে দুই জেলের মরদেহ ভেসে উঠলে জেলেরা চরে নিয়ে আসে। এ নিয়ে সাতজনের মরদেহ উদ্ধার হলো। নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে