Ajker Patrika

ঝিনাইদহ হাসপাতাল থেকে ৯ দালাল আটক

ঝিনাইদহ প্রতিনিধি
Thumbnail image

ঝিনাইদহ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত আটক দালালদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন। 

আজ বুধবার দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও লায়লা ইয়াসমিন। এ সময় সেখানে জেলা ডিবি পুলিশের একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন। 

আটকেরা হলেন—জেলা সদরের শিকারপুর গ্রামের রিয়াকত হোসেনের ছেলে সেলিম হোসেন, হামদহ মাঝিপাড়ার নিরসল কুমারের ছেলে অপু মন্ডল, কলাবাগান এলাকার মৃত মনরঞ্জন ঘোষের ছেলে বিদ্যুৎ কুমার ঘোষ, পাসপাকিয়া গ্রামের হাসেম আলীর ছেলে, রাজু আহমেদ, ঘোপপাড়ার তাছলিমা বেগম, মহারাজপুরের মারিয়া খাতুন, কুলচারার স্মৃতি বেগম, শেখপাড়ার আফরিন সুলতানা ও রামচন্দ্রপুর গ্রামের বিলকিস বেগম। 

জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইমের ইনচার্জ এসআই মো. শরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল হাসপাতালে কিছু দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠছে রোগীরা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মেলায় ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে। এ ছাড়া তারা পরবর্তীতে এ কাজ করার অঙ্গীকার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত