Ajker Patrika

শরণখোলায় চুরি যাওয়া মহিষ জবাই করা অবস্থায় উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় চুরি যাওয়া মহিষ জবাই করা অবস্থায় উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় চুরি যাওয়া মহিষ জবাই করা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রাম থেকে জবাই করা মহিষটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িতরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে।

খুড়িয়াখালী গ্রামের গ্রামপুলিশ আবদুস সালামের ছেলে রাজু সাংবাদিকদের জানান, সোমবার গভীর রাতে তাদের গোয়ালঘর থেকে একটি মহিষ চুরি হয়। রাতেই মহিষ খুঁজতে গিয়ে গ্রামের আলাল তালুকদারের বাড়ির বাগানে এলাকার প্রভাবশালী চক্রের কয়েকজনকে মহিষ জবাই করে মাংস ভাগ করতে দেখা যায়। 

বিষয়টি তাৎক্ষণিক থানা–পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্র মাংস, চামড়া ও দুটি মোটরসাইকেল ফেলে রেখে সটকে পড়ে। পরে পুলিশ মাংস ও মোটরসাইকেল দুটি থানায় নেয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, মহিষ চুরির খবর পেয়ে রাতেই খুড়িয়াখালী গ্রাম থেকে জবাই করা মহিষের মাংস ও দুর্বৃত্তদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়। মাংস বিক্রির জন্য মহিষের মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এর আগে গত রোববার রাতে উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে গোয়াল থেকে একটি গাভি চুরি করে অজ্ঞাত চোরেরা জবাই করে মাথা ও চামড়া মাঠে ফেলে রেখে মাংস নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত