Ajker Patrika

কুষ্টিয়ায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৩, ১৪: ৫২
কুষ্টিয়ায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আলতা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার মাধবপুর গ্রামে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আলতা খাতুনের মৃত্যু হয়।

নিহত আলতা খাতুন উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত তাজউদ্দিনের স্ত্রী। পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ভূমিহীন ওই নারী রেলের পাশের এলাকার খাসজমিতে বসবাস করতেন। আজ রোববার সকালে তিনি রেললাইনের পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় ট্রেন এলে ছাগলটি রেললাইনের ওপর দিয়ে দৌড় দেয়। ছাগল বাঁচাতে আলতা খাতুন রেললাইনের ওপর উঠে পড়লে ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত