Ajker Patrika

খুবিতে বন কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন

খুবি প্রতিনিধি
খুবিতে বন কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারে বন কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করে। 

ক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন–ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. রুমানা রানা, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজ, ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। 

এ সময় বক্তারা বলেন, চাকরির শুরু থেকেই নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল। জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালাতে পিছপা হতেন না তিনি। উখিয়ায় মাত্র কয়েক মাসের পোস্টিংয়ে কয়েক ডজন মাটিভর্তি ডাম্পার জব্দ করেন। সে জন্যই হয়তো তাকে হত্যার পরিকল্পনা করে পাহাড় খেকো চক্র। 

খুবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাবক্তারা সজল হত্যার বিচারের পাশাপাশি পাহাড় খেকো চক্রের মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। বন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করারও দাবি উঠে আসে মানববন্ধন থেকে। 

সংগঠনটির সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, ‘বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। উখিয়ার হরিণমারা এলাকায় তাকে ডাম্পার চাপা দিয়ে হত্যা করেছে পাহাড় খেকো দুর্বৃত্তরা। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন। আমরা অতি দ্রুত খুনিদের সঠিক বিচার চাই। পাশাপাশি বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।’ 

এর আগে গত শনিবার গভীর রাতে কক্সবাজারের উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে ডাম্প ট্রাকে করে মাটি পাচার করছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে মোটরসাইকেলে করে বনের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পাহাড় কেটে মাটি পাচার কাজে ব্যবহৃত একটি ডাম্পার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত