Ajker Patrika

ঝিনাইদহে ঘুমের ওষুধ খাইয়ে টাকা-স্বর্ণালংকার চুরি, ৫ জন হাসপাতালে 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৫: ৫৮
ঝিনাইদহে ঘুমের ওষুধ খাইয়ে টাকা-স্বর্ণালংকার চুরি, ৫ জন হাসপাতালে 

ঝিনাইদহ সদরের বিসিক পাড়ায় ঘুমের ওষুধ খাইয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে প্রতারক। আজ বুধবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রতারক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতালে ভর্তি রোগীর স্বজনেরা জানান, গতকাল বিকেলে জেলা সদরের বিসিক পাড়ায় মনিরুল ইসলাম মুকুল তাঁর বন্ধু পরিচয়ে এক ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসেন। পরে ওই ব্যক্তি গভীর রাতে পরিবারের সদস্যদের নানা ছলনা করে পানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন। সবাই ঘুমিয়ে পড়লে ওই প্রতারক তাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এরপর আজ দুপুরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ, শারমিন, সুমাইয়া, রাশিদা ও ফাহিমকে হাসপাতালে নিয়ে যায়। 

অসুস্থ সুমাইয়া জানান, ‘রাতে বাবার সঙ্গে কবিরাজমতো এক ব্যক্তি আসে। তখন বাবা তাকে বন্ধু বলে পরিচয় দেয়। এরপর সারা দিন ও রাতে ওই ব্যক্তি আব্বুর সাথেই ছিল। রাত ১২টার দিকে সে আমাদের বলে, তোমার আব্বুর কী যেন হয়েছে, তোমার আব্বুকে যদি বাঁচাতে চাও, তাহলে সবাই খাটের ওপরে ওঠো। এরপর মোমবাতি জ্বালিয়ে বলে, যতক্ষণ এইটা জ্বলবে তোমরা নামবা না। পরে সে কলা, বাতাশা, চিনি ও পানি দিয়ে চটকিয়ে আমাদের খাওয়ায়। এরপর আমরা ঘুমিয়ে যাই। পরে আর কী হয়েছে জানি না।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতারক চক্রের সদস্য হিসেবেই ওই ব্যক্তি এমনটি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া জানান, তাদের ঘুমের ওষুধ খাওয়ানোর কারণে এমনটি হয়েছে। বর্তমানে সম্পূর্ণ শঙ্কামুক্ত তারা। তবে ১২ ঘণ্টা পার হলে স্বাভাবিক অবস্থায় আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত