Ajker Patrika

পানি উন্নয়ন বোর্ডের ৮০ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি
Thumbnail image

সারা দেশে পানি উন্নয়ন বোর্ডের ৮০ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সোমবার সকালে ভিডিওকনফারেন্সের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন এসব প্রকল্পের উদ্বোধন করা হবে। এদিন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের তিনটি প্রকল্পের উদ্বোধন হবে। 

এগুলো হলো জেলার ৮৩টি নদী–খাল পুনঃখনন এবং মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের নব্যতা বৃদ্ধি প্রকল্প, পানি উন্নয়ন বোর্ডের পোল্ডার নম্বর-৩৬/১ এর পুনর্বাসন প্রকল্প এবং মোংলায় সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্রান্ড সিমেন্ট ফ্যাক্টরি ও তৎসংলগ্ন এলাকা পশুর নদীর বাম তীরের ভাঙন থেকে রক্ষা প্রকল্প।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে পানি উন্নয়ন বোর্ডের ৮০টি প্রকল্প উদ্বোধন করবেন। এর মধ্যে বাগেরহাটে তিনটি প্রকল্প রয়েছে। সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত