Ajker Patrika

জীবননগরে বোরো ধান চাল সংগ্রহ শুরু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
Thumbnail image

চুয়াডাঙ্গার জীবননগরে বোরো ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আলী আজগার টগর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রের সভাপতিত্বে সংগ্রহ অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী।

উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল প্রমুখ।

জানা গেছে,  জীবননগরে এবার সরকার নির্ধারিত দামে প্রতি মণ ধান এক হাজার ২০০ টাকা দরে কেনা হবে। আর চাল কেনা হচ্ছে ৪৫ টাকা কেজি ধরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত