Ajker Patrika

দেশে মামলা ৩৫ লাখ, বিচারক ২ হাজার: প্রধান বিচারপতি

খুলনা প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৭: ১০
Thumbnail image

গত এক বছরে দেশে সর্বোচ্চসংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বুধবার খুলনার আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামের বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকের সংখ্যা ২ হাজার। মামলার সংখ্যা ৩৫ লাখ। ২ হাজার বিচারকের পক্ষে ৩৫ লাখ মামলার বিচার রাতারাতি শেষ করা সম্ভব নয়। তাই বিচারকের সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা করা হচ্ছে।

প্রধান বিচারপতি আরও বলেন, গত এক বছরে এই দেশে সর্বোচ্চসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে যতগুলো জেলায় অধিক মামলা নিষ্পত্তি হয়েছে, এর মধ্যে খুলনা জেলাও রয়েছে।

বিচারপ্রার্থীদের জন্য নির্মাণ শুরু হতে চলা বিশ্রামাগার সম্পর্কে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আদালতে বিচার প্রার্থনায় এসে মানুষ যাতে একটু স্বস্তি পান, সেই লক্ষ্যে এই বিশ্রামাগার। এখানে এসে মানুষ একটু ফ্রেশ হতে পারবে, বসতে পারবে। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এই বিশ্রামাগারে থাকবে ক্যানটিন, মহিলা ও পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম।

এ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মীর শফিউল আলম, মহানগর দায়রা জজ মাহমুদা খাতুন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত