Ajker Patrika

সবজির খেত থেকে অজগর উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সবজির খেত থেকে অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় কৃষকের সবজি খেত থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন উত্তর সোনতালা গ্রামের কৃষক মোসলেম খানের বাড়ির সবজি খেত থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষক মোসলেম খান তাঁর সবজি খেতের পরিচর্যা করতে গিয়ে অজগরটি দেখতে পান। এ সময় মোবাইল ফোনে জানানোর পরে কমিউনিটি পেট্রলিং গ্রুপ ও ওয়াইল্ড টিমের সদস্যরা সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।’

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শামসুল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়াইল্ড টিম, সিপিজি সদস্যরা অজগরটি ধরে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। স্থানীয় এক কৃষকের সবজি খেত থেকে ৮ ফুট লম্বা ও প্রায় ৯ কেজি ওজনের ওই অজগরটি উদ্ধার করেন তাঁরা। অজগরটি বিকেলে রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত