নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা বিভাগীয় চাকরি মেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩৫ জন চাকরি পেয়েছেন। লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
আজ শনিবার খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করে নাগরিক উদ্যোগ। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
চাকরি পাওয়া ব্যক্তিরা বলেন, ‘মেলায় এসে চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। ছিল না লিখিত পরীক্ষার ঝামেলাও। শুধুমাত্র কয়েক মিনিটের মৌখিক (ভাইভা) পরীক্ষায় সোনার হরিণ চাকরি পাওয়ায় আমাদের খুব উপকার হয়েছে।’
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, বেসরকারি সংস্থা ‘সুশীলনের’ প্রধান নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, ‘জবঘর ২৪ ডটকম’-এর প্রধান নির্বাহী অদ্রিস দিপংকর ও ‘ক্রিশ্চিয়ান এইড’ বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার মাহেনুর আলম চৌধুরী।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ খুলনার সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ পারসেন্ট পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলো তাদের আর্থসামাজিক অবস্থান এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়।’
মেলার বিষয়ে আয়োজক সংস্থা ‘নাগরিক উদ্যোগের’ প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক চর্চা লাঘব এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। এতে ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় নাগরিক উদ্যোগ, ব্লাস্ট, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।’
এই প্রকল্পের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সঙ্গে অ্যাডভোকেসির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হলেও প্রশিক্ষণ শেষে তারা প্রয়োজনীয় অর্থ এবং সুযোগের অভাবে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বা কোনো মর্যাদাপূর্ণ পেশায় যেতে পারছে না। সুতরাং মর্যাদাপূর্ণ পেশায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ বিভাগীয় পর্যায়ে চেম্বার অব কমার্স ও যুব উন্নয়ন অধিদপ্তর এর সঙ্গে প্রতিনিয়ত অ্যাডভোকেসি করে চলেছে। এই অ্যাডভোকেসি কার্যক্রমকে আরও বেগবান করার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানে অন্তর্ভুক্তির লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’-এর নেতৃত্বে খুলনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবদের জন্য দিনব্যাপী এ চাকরি-মেলা আয়োজন করা হয়েছে।
চাকরি মেলায় স্থানীয় এবং জাতীয় পর্যায়ের চাকরিদাতা ১৩টি ব্যবসায়ী এবং উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রায় ১০০ এর অধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। বিকেলে চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান।
খুলনা বিভাগীয় চাকরি মেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩৫ জন চাকরি পেয়েছেন। লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
আজ শনিবার খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করে নাগরিক উদ্যোগ। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
চাকরি পাওয়া ব্যক্তিরা বলেন, ‘মেলায় এসে চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। ছিল না লিখিত পরীক্ষার ঝামেলাও। শুধুমাত্র কয়েক মিনিটের মৌখিক (ভাইভা) পরীক্ষায় সোনার হরিণ চাকরি পাওয়ায় আমাদের খুব উপকার হয়েছে।’
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, বেসরকারি সংস্থা ‘সুশীলনের’ প্রধান নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, ‘জবঘর ২৪ ডটকম’-এর প্রধান নির্বাহী অদ্রিস দিপংকর ও ‘ক্রিশ্চিয়ান এইড’ বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার মাহেনুর আলম চৌধুরী।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ খুলনার সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ পারসেন্ট পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলো তাদের আর্থসামাজিক অবস্থান এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়।’
মেলার বিষয়ে আয়োজক সংস্থা ‘নাগরিক উদ্যোগের’ প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক চর্চা লাঘব এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। এতে ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় নাগরিক উদ্যোগ, ব্লাস্ট, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।’
এই প্রকল্পের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সঙ্গে অ্যাডভোকেসির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হলেও প্রশিক্ষণ শেষে তারা প্রয়োজনীয় অর্থ এবং সুযোগের অভাবে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বা কোনো মর্যাদাপূর্ণ পেশায় যেতে পারছে না। সুতরাং মর্যাদাপূর্ণ পেশায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ বিভাগীয় পর্যায়ে চেম্বার অব কমার্স ও যুব উন্নয়ন অধিদপ্তর এর সঙ্গে প্রতিনিয়ত অ্যাডভোকেসি করে চলেছে। এই অ্যাডভোকেসি কার্যক্রমকে আরও বেগবান করার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানে অন্তর্ভুক্তির লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’-এর নেতৃত্বে খুলনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবদের জন্য দিনব্যাপী এ চাকরি-মেলা আয়োজন করা হয়েছে।
চাকরি মেলায় স্থানীয় এবং জাতীয় পর্যায়ের চাকরিদাতা ১৩টি ব্যবসায়ী এবং উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রায় ১০০ এর অধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। বিকেলে চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান।
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করে। এ সময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
২১ মিনিট আগেআজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে...
৪১ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
২ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে