বাগেরহাট প্রতিনিধি
নসিমন-করিমনসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে চলমান দুই দিনের পরিবহন ধর্মঘটের মধ্যেই সারা দেশের মতো বাগেরহাটে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ভোর থেকে পরিবহন বন্ধ থাকায় পরীক্ষাকেন্দ্রে আসতে পারেননি অনেক চাকরিপ্রার্থী। যানবাহন না পাওয়ায় বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী কেন্দ্রে আসতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় ৮ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী ছিলেন, কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৯২৯ জন। যানবাহন না পাওয়ায় অনেকে কেন্দ্রে আসতে পারেননি বলে কয়েকজন চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে।
আজ ভোরে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়েও সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এক চাকরিপ্রার্থী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ভোরে ভাড়ার মোটরসাইকেলে রওনা দিয়েছিলাম। কিন্তু বিএনপির লোক ভেবে রায়েন্দা বাসস্ট্যান্ডে আধা ঘণ্টা আটকে রেখে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। বারবার অনুরোধ করলেও তারা যেতে দেয়নি।’
বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া শিউলি বলেন, ‘বাসা থেকে কেন্দ্রের দূরত্ব মাত্র চার কিলোমিটার। ধর্মঘটের কারণে এতটুকু পথ যেতে এক ঘণ্টা লেগেছে। কিছু পথ হেঁটে, কিছু পথ ভ্যানে করে যেতে হয়েছে। ভোগান্তির শেষ ছিল না! আমাদের কক্ষে ৪০ জনের সিট থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ১১ জন।’
শরিফুল নামের অপর এক চাকরিপ্রার্থী বলেন, ‘৮০ জনের আসন থাকলেও, আমাদের কেন্দ্রে উপস্থিত ছিলেন মাত্র ২৫ জন। রাজনীতির এই রেষারেষিতে যাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁদের দায়িত্ব কে নেবে?’
জানতে চাইলে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিনুজ্জামান বলেন, ‘ইউনিয়ন সমাজকর্মী পদে বাগেরহাটে ৮ হাজার ৫৮৮ জন নিয়োগপ্রত্যাশীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ২ হাজার ৯২৯ জন। শতাংশের হিসাবে, যা মাত্র ৩৪ ভাগ।’
অনুপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যায় শাহিনুজ্জামান বলেন, ‘এই পরীক্ষার বিজ্ঞপ্তি পাঁচ বছর আগের হওয়ায় অনেকের অন্যত্র চাকরি হয়েছে, আবার কেউ কেউ মোবাইল নম্বর পরিবর্তন করায় মেসেজ পায়নি। এসব কারণে পরীক্ষার্থী কম এসে থাকতে পারে।’
নসিমন-করিমনসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে চলমান দুই দিনের পরিবহন ধর্মঘটের মধ্যেই সারা দেশের মতো বাগেরহাটে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ভোর থেকে পরিবহন বন্ধ থাকায় পরীক্ষাকেন্দ্রে আসতে পারেননি অনেক চাকরিপ্রার্থী। যানবাহন না পাওয়ায় বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী কেন্দ্রে আসতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় ৮ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী ছিলেন, কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৯২৯ জন। যানবাহন না পাওয়ায় অনেকে কেন্দ্রে আসতে পারেননি বলে কয়েকজন চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে।
আজ ভোরে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়েও সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এক চাকরিপ্রার্থী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ভোরে ভাড়ার মোটরসাইকেলে রওনা দিয়েছিলাম। কিন্তু বিএনপির লোক ভেবে রায়েন্দা বাসস্ট্যান্ডে আধা ঘণ্টা আটকে রেখে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। বারবার অনুরোধ করলেও তারা যেতে দেয়নি।’
বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া শিউলি বলেন, ‘বাসা থেকে কেন্দ্রের দূরত্ব মাত্র চার কিলোমিটার। ধর্মঘটের কারণে এতটুকু পথ যেতে এক ঘণ্টা লেগেছে। কিছু পথ হেঁটে, কিছু পথ ভ্যানে করে যেতে হয়েছে। ভোগান্তির শেষ ছিল না! আমাদের কক্ষে ৪০ জনের সিট থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ১১ জন।’
শরিফুল নামের অপর এক চাকরিপ্রার্থী বলেন, ‘৮০ জনের আসন থাকলেও, আমাদের কেন্দ্রে উপস্থিত ছিলেন মাত্র ২৫ জন। রাজনীতির এই রেষারেষিতে যাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁদের দায়িত্ব কে নেবে?’
জানতে চাইলে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিনুজ্জামান বলেন, ‘ইউনিয়ন সমাজকর্মী পদে বাগেরহাটে ৮ হাজার ৫৮৮ জন নিয়োগপ্রত্যাশীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ২ হাজার ৯২৯ জন। শতাংশের হিসাবে, যা মাত্র ৩৪ ভাগ।’
অনুপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যায় শাহিনুজ্জামান বলেন, ‘এই পরীক্ষার বিজ্ঞপ্তি পাঁচ বছর আগের হওয়ায় অনেকের অন্যত্র চাকরি হয়েছে, আবার কেউ কেউ মোবাইল নম্বর পরিবর্তন করায় মেসেজ পায়নি। এসব কারণে পরীক্ষার্থী কম এসে থাকতে পারে।’
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
২ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
২ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
২ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৩ ঘণ্টা আগে