Ajker Patrika

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

যশোরের মনিরামপুরের খেদাপাড়া বাজারে আজ বৃহস্পতিবার একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ছবি: আজকের পত্রিকা
যশোরের মনিরামপুরের খেদাপাড়া বাজারে আজ বৃহস্পতিবার একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার খেদাপাড়া বাজারে তাবাচ্ছুম এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে তেলের ডিপোর ব্যবস্থাপক শামসুর রহমান (৫০) দগ্ধ হন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে যশোর, ঝিকরগাছা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তেলের ডিপোর মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘আমি পদ্মা অয়েলের ডিলারশিপ নিয়ে খেদাপাড়া বাজারে তেলের ব্যবসা করি। আজ সকালে ডিপোতে ব্যবস্থাপক কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে আগুন লেগে যায়। তখন প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে শামসুর দগ্ধ হন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আব্দুল হক বলেন, ডিপোতে ব্যারেলে কেরোসিন ও ডিজেল মজুত করা ছিল। কিছু গ্যাস সিলিন্ডারও ছিল। আগুন লেগে একটি মোটরসাইকেল, ৫০ হাজার টাকাসহ সব মালামাল পুড়ে গেছে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এই ব্যবসায়ীর।

যশোরের মনিরামপুরের খেদাপাড়া বাজারে আজ বৃহস্পতিবার একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা
যশোরের মনিরামপুরের খেদাপাড়া বাজারে আজ বৃহস্পতিবার একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা পাঁচটি ইউনিট মিলে ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত