তেরখাদা (খুলনা) প্রতিনিধি
খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় কারাগারে থেকে নির্বাচিত ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম মুক্তি পেয়েছেন। আজ বুধবার খুলনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জোড়া খুনের মামলায় ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি।
এর আগে উচ্চ আদালতের আদেশে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তাকে জামিন দেন। ২০২২ সালে ৪ সেপ্টেম্বর জোড়া খুনের মামলায় দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একই আদালত।
সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ আগস্ট তেরখাদার উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে পহড়ডাঙ্গা গ্রামে হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখ খুন হন। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন দ্বীন ইসলাম। এর মধ্যে ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে কারাগারে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পাঁচ হাজার ৮৯৬ ভোট পেয়ে ৩য় বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস শুকুর শেখ নৌকা প্রতীকে পান তিন হাজার ৭৬৯ ভোট।
জামিনে মুক্তির পর চেয়ারম্যান দ্বীন ইসলাম জানান, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করে তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পর তিনি একবার জামিনে মুক্তি পেলেও মামলার রায় ঘোষণার আগে ২০২২ সালের ৩১ আগস্ট জামিন আদেশ বাতিল করে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে ছিলেন তিনি।
খুলনার তেরখাদায় জোড়া খুনের মামলায় কারাগারে থেকে নির্বাচিত ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম মুক্তি পেয়েছেন। আজ বুধবার খুলনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জোড়া খুনের মামলায় ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি।
এর আগে উচ্চ আদালতের আদেশে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তাকে জামিন দেন। ২০২২ সালে ৪ সেপ্টেম্বর জোড়া খুনের মামলায় দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একই আদালত।
সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ আগস্ট তেরখাদার উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে পহড়ডাঙ্গা গ্রামে হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখ খুন হন। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০১৯ সালের আগস্ট থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন দ্বীন ইসলাম। এর মধ্যে ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে কারাগারে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি পাঁচ হাজার ৮৯৬ ভোট পেয়ে ৩য় বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস শুকুর শেখ নৌকা প্রতীকে পান তিন হাজার ৭৬৯ ভোট।
জামিনে মুক্তির পর চেয়ারম্যান দ্বীন ইসলাম জানান, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করে তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন। নির্বাচিত হওয়ার পর তিনি একবার জামিনে মুক্তি পেলেও মামলার রায় ঘোষণার আগে ২০২২ সালের ৩১ আগস্ট জামিন আদেশ বাতিল করে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে ছিলেন তিনি।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
২ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৫ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১৮ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগে