Ajker Patrika

ঝিনাইদহে ট্রিপল মার্ডার: ৩ দিন পর থানায় মামলা, আসামি অজ্ঞাত

ঝিনাইদহ প্রতিনিধি
আজ শুক্রবার রাত ৯টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
আজ শুক্রবার রাত ৯টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সামরিক কমান্ডারসহ তিনজনকে গুলি করে হত্যার তিন দিন পর থানায় মামলা হয়েছে। আজ সোমবার মামলাটি করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম এশা।

বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান। ওসি বলেন, ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। মামলায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

ওসি মাসুম খান বলেন, ঘটনার পরদিন শনিবার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে তিনজনের ময়নাতদন্ত হয়। এরপর সন্ধ্যার দিকে মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সামরিক কমান্ডার হানিফ (৫৬), তাঁর শ্যালক লিটন হোসেন (৩৬), রাইসুল ইসলামসহ (২৮) তিনজনকে গুলিতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পর ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত