কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে বৃদ্ধা মা আম্বিয়া খাতুনকে (৭০) তাঁর সন্তানেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত আম্বিয়া খাতুন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
স্থানীয়রা বলেন, ‘আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা ও জমিজমার একটি অংশ আম্বিয়া খাতুনের নামে ছিল। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান ও চার মেয়ের মধ্যে বিরোধ চলছিল। আম্বিয়া খাতুন গত এক সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন। গতকাল সকালে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন তিনি। আজ শনিবার ভোরে আম্বিয়া খাতুনকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পাই। তাঁকে তাঁর সন্তানেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
মৃতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমার মা রাতের খাবার খেয়ে বাড়ির দুতলায় নিজ ঘরে ঘুমাতে যান। আমি এবং আমার পরিবার নিচের ঘরে ঘুমাই। মা রাতে একাই দুতলায় ঘুমান। সাহরি খাওয়ার সময় মাকে ডাকতে যেয়ে দেখি মৃত অবস্থায় পড়ে আছেন তিনি।’
মৃত আম্বিয়া খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত কেন এমন প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
সাতক্ষীরার কালীগঞ্জে বৃদ্ধা মা আম্বিয়া খাতুনকে (৭০) তাঁর সন্তানেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত আম্বিয়া খাতুন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।
স্থানীয়রা বলেন, ‘আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা ও জমিজমার একটি অংশ আম্বিয়া খাতুনের নামে ছিল। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান ও চার মেয়ের মধ্যে বিরোধ চলছিল। আম্বিয়া খাতুন গত এক সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন। গতকাল সকালে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন তিনি। আজ শনিবার ভোরে আম্বিয়া খাতুনকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পাই। তাঁকে তাঁর সন্তানেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
মৃতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমার মা রাতের খাবার খেয়ে বাড়ির দুতলায় নিজ ঘরে ঘুমাতে যান। আমি এবং আমার পরিবার নিচের ঘরে ঘুমাই। মা রাতে একাই দুতলায় ঘুমান। সাহরি খাওয়ার সময় মাকে ডাকতে যেয়ে দেখি মৃত অবস্থায় পড়ে আছেন তিনি।’
মৃত আম্বিয়া খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত কেন এমন প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মো. সাকিব ও সদস্যসচিব মো. ইয়াছিন এ দুই কমিটির অনুমোদন দেন।
১৩ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে দুই শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মায়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি। মাকসুদ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আজ বুধবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
৩২ মিনিট আগে