Ajker Patrika

নিজেকে বিএনপি পরিবার দাবি করলেন চাল ব্যবসায়ী রশিদ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১: ১৬
দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তুলে গতকাল সংবাদ সম্মেলন করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্যসচিব জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তুলে গতকাল সংবাদ সম্মেলন করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্যসচিব জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্যসচিব জাহিদুল ইসলাম (বিপ্লব)। গতকাল শুক্রবার কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ তোলেন।

তবে বিএনপির নেতার করা অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রশিদ। নিজেকে বিএনপি পরিবার দাবি করে তিনি বলেন, ওই বিএনপির নেতা নিজেকে নিরাপদে রাখতে সংবাদ সম্মেলন করেছেন।

এর আগে ৯ এপ্রিল দুপুরে কুষ্টিয়া শহরের গোশালা রোডে রশিদের বাড়িতে গুলির ঘটনায় বিএনপির নেতা বিপ্লব ও মুন্না নামের এক ব্যবসায়ীর জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন এই ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বিপ্লব বলেছেন, ‘রাজনৈতিকভাবে বিতর্কিত করতে আওয়ামী লীগের দোসর চাল ব্যবসায়ী আব্দুর রশিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছেন।’ তিনি বলেন, ‘গুলির ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে রশিদ সাংবাদিকদের কাছে আমাকে ও আমার মামাতো ভাই মুন্নাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেন।’

বিপ্লব আরও বলেন, ‘এলাকায় রশিদদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ রয়েছে। এ জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি ভিন্ন ইস্যুকে আমার ঘাড়ে চাপিয়ে তিনি রাজনৈতিক ফয়দা লুটতে চেষ্টা করছেন। আব্দুর রশিদের বক্তব্য যে ষড়যন্ত্রমূলক ছিল, তাঁর বাড়িতে গুলির ঘটনায় পুলিশ মোটরসাইকেলচালককে গ্রেপ্তারের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।’

চাল ব্যবসায়ী আব্দুর রশিদ। ছবি: সংগৃহীত
চাল ব্যবসায়ী আব্দুর রশিদ। ছবি: সংগৃহীত

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রশিদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একজন শিল্পপতি মানুষ। ব্যবসা-বাণিজ্য রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে অনেক হুমকি-ধমকি পেয়েছি। নানা ধরনের চাপে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখার জন্য রেহাই পেতে বাধ্য হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম।’

আব্দুর রশিদ দাবি করেন, ‘বিএনপি পরিবার হিসেবে নিজ এলাকা আইলচারায় সব সময় আমাদের একটা কর্তৃত্ব রয়েছে। কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফও আমার শক্ত অবস্থানের কথা জানতেন। তিনি মনে করতেন, এই আসনে বিএনপি থেকে আমি তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারি। সেই জায়গা থেকে আমাকে টার্গেট করে দলের কাছে সুনাম নষ্টের জন্য আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত