ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে চারটি মার্কেটের ২৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে অধিকাংশ দোকানের শাটার ভেঙে অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ সোমবার সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, অধিকাংশ দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। খালি ক্যাশবাক্স পড়ে আছে।
ব্যবসায়ীরা বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকার চারটি মার্কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। বাজারের ২৬টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে তারা। ব্যবসায়ীরা সকালে বাজারে এসে চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন।
ব্যবসায়ীরা দাবি করেন, আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। শিগগিরই এই চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তাঁরা।
ভুক্তভোগী ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউমার্কেট, রাজমণি সুপার মার্কেট ও গাফ্ফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে।
মিমি ফার্মেসির স্বত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, ‘আমার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা ও গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটল। এর আগেও একাধিকবার বাজারে চুরি হয়েছে।’
হাটগোপালপুর বাজার মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মিন্টু বলেন, বাজারে চুরির ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে। ভিডিও ফুটেজ থেকে ওই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসি টিভির ফুটেজে চুরির প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে চারটি মার্কেটের ২৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে অধিকাংশ দোকানের শাটার ভেঙে অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ সোমবার সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, অধিকাংশ দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। খালি ক্যাশবাক্স পড়ে আছে।
ব্যবসায়ীরা বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকার চারটি মার্কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। বাজারের ২৬টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে তারা। ব্যবসায়ীরা সকালে বাজারে এসে চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন।
ব্যবসায়ীরা দাবি করেন, আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। শিগগিরই এই চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তাঁরা।
ভুক্তভোগী ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউমার্কেট, রাজমণি সুপার মার্কেট ও গাফ্ফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে।
মিমি ফার্মেসির স্বত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, ‘আমার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা ও গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটল। এর আগেও একাধিকবার বাজারে চুরি হয়েছে।’
হাটগোপালপুর বাজার মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মিন্টু বলেন, বাজারে চুরির ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে। ভিডিও ফুটেজ থেকে ওই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসি টিভির ফুটেজে চুরির প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত।
১৮ মিনিট আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
৬ ঘণ্টা আগে