Ajker Patrika

অভয়নগরে ১২ জাহাজে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি 
নৌপথে শৃঙ্খলা ফেরাতে আজ বুধবার যশোরের অভয়নগর উপজেলার ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা জাহাজে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা
নৌপথে শৃঙ্খলা ফেরাতে আজ বুধবার যশোরের অভয়নগর উপজেলার ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা জাহাজে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের অভয়নগরে ভৈরব নদে নৌযান ও নৌপথে শৃঙ্খলা ফেরাতে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। এ সময় জরিপ (সার্ভে) সনদ না থাকা, প্রথম শ্রেণির মাস্টারের পরিবর্তে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ নানা অনিয়ম পাওয়ায় ১২টি জাহাজ কর্তৃপক্ষকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌপরিবহন অধিদপ্তরের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ। আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তর খুলনার পরিদর্শক রাশেদুল আলম। তাঁদের সহযোগিতা করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের রূপসা স্টেশন ও নৌ পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ‘নৌপথে শৃঙ্খলা ফেরাতে সকাল সাড়ে ৯টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু হয়। ভৈরব সেতু-সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে এই অভিযান চলে। এ সময় ১২টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ১২টি জাহাজ কর্তৃপক্ষকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত