পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি
জমি চাষের সঙ্গে গরু ও মহিষের সম্পর্ক সেই আদিকাল থেকে। আগে গ্রামে কৃষকের বড় পরিচয় ছিল—যাঁর বাড়িতে গরু, লাঙল ও জোয়াল তিনি কৃষক। সাধারণত কৃষিজমিতে গরু দিয়ে টানা লাঙলে জমি চাষ ও মই দিয়ে চাষের জমি সমান করে ফসল ফলানো হয়। আধুনিক যুগে এসে চাষের ক্ষেত্রে যুক্ত হয়েছে ইঞ্জিনচালিত পাওয়ার টিলার ও ট্রাক্টর।
পাটকেলঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, শাকদহ বিলে এক কৃষক আজিবর সরদার তাঁর ছেলেকে নিয়ে হালচাষের জন্য মই টানছেন।
কথা হয় সেই কৃষক আজিবর সরদারের সঙ্গে। তিনি বলেন, ‘জমি চাষাবাদ করে ছয় সদস্যের পরিবারের সংসার চালাই। এলাকায় ইরি-বোরোর চাষ ছাড়া অন্য ফসল তেমন হয় না। সে কারণে হালের গরু পালন করা হয় না। আগে আমার হালের বলদ ছিল। কিন্তু সারা বছর গরু পালন করতে যে টাকা খরচ হয়, তা দিয়ে আমাদের মতো কৃষকের গরু পোষা সম্ভব না। তা ছাড়া এখন গোখাদ্যের অনেক দাম। হালের বলদ না থাকায় সকাল থেকে বাবা-ছেলে মিলে খেতে মই টানছি। এক বিঘা জমি গরু দিয়ে মই টানতে প্রায় ৫০০ টাকা খরচ হয়। আবার একখানা লাঙলের এক দিনের মজুরি এক হাজার থেকে পনেরো শ টাকা।’
এ বিষয়ে জুজখোলা গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি ইরি ধান চাষ করে আসছেন। এবারও তিন বিঘা জমিতে ধান চাষ করবেন। কিন্তু দুঃখের বিষয়, এলাকায় হালের বলদ না থাকায় পরিবারের সদস্যদের সিয়ে নিজেই খেতের মই টানছেন।
তৈলকুপি গ্রামের কৃষক আব্দুস সবুর বলেন, ‘আগে হালচাষের জন্য প্রত্যেক কৃষকের ঘরে গরু, লাঙল ও মই থাকত। আধুনিকতার ছোঁয়ায় এখন গ্রামাঞ্চলে ফসল ফলানোর জন্য গরু টানা লাঙল ও মইয়ের পরিবর্তে ট্রাক্টর, পাওয়ার টিলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক যন্ত্রের ব্যবহারে গরুর টানা লাঙল, মই এখন পাটকেলঘাটায় তেমন একটা চোখে পড়ে না। পাটকেলঘাটা থেকে হালের বলদ প্রায় বিলুপ্তির পথে। সে কারণে নিজে ও ভাইদের সহযোগিতায় চলতি বোরো মৌসুমে গরুর পরিবর্তে মই টানছি।’
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের চাষ অনেকটা কমে গেছে। যে কারণে কৃষক বিকল্প পথে চাষাবাদ করছেন।
জমি চাষের সঙ্গে গরু ও মহিষের সম্পর্ক সেই আদিকাল থেকে। আগে গ্রামে কৃষকের বড় পরিচয় ছিল—যাঁর বাড়িতে গরু, লাঙল ও জোয়াল তিনি কৃষক। সাধারণত কৃষিজমিতে গরু দিয়ে টানা লাঙলে জমি চাষ ও মই দিয়ে চাষের জমি সমান করে ফসল ফলানো হয়। আধুনিক যুগে এসে চাষের ক্ষেত্রে যুক্ত হয়েছে ইঞ্জিনচালিত পাওয়ার টিলার ও ট্রাক্টর।
পাটকেলঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, শাকদহ বিলে এক কৃষক আজিবর সরদার তাঁর ছেলেকে নিয়ে হালচাষের জন্য মই টানছেন।
কথা হয় সেই কৃষক আজিবর সরদারের সঙ্গে। তিনি বলেন, ‘জমি চাষাবাদ করে ছয় সদস্যের পরিবারের সংসার চালাই। এলাকায় ইরি-বোরোর চাষ ছাড়া অন্য ফসল তেমন হয় না। সে কারণে হালের গরু পালন করা হয় না। আগে আমার হালের বলদ ছিল। কিন্তু সারা বছর গরু পালন করতে যে টাকা খরচ হয়, তা দিয়ে আমাদের মতো কৃষকের গরু পোষা সম্ভব না। তা ছাড়া এখন গোখাদ্যের অনেক দাম। হালের বলদ না থাকায় সকাল থেকে বাবা-ছেলে মিলে খেতে মই টানছি। এক বিঘা জমি গরু দিয়ে মই টানতে প্রায় ৫০০ টাকা খরচ হয়। আবার একখানা লাঙলের এক দিনের মজুরি এক হাজার থেকে পনেরো শ টাকা।’
এ বিষয়ে জুজখোলা গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি ইরি ধান চাষ করে আসছেন। এবারও তিন বিঘা জমিতে ধান চাষ করবেন। কিন্তু দুঃখের বিষয়, এলাকায় হালের বলদ না থাকায় পরিবারের সদস্যদের সিয়ে নিজেই খেতের মই টানছেন।
তৈলকুপি গ্রামের কৃষক আব্দুস সবুর বলেন, ‘আগে হালচাষের জন্য প্রত্যেক কৃষকের ঘরে গরু, লাঙল ও মই থাকত। আধুনিকতার ছোঁয়ায় এখন গ্রামাঞ্চলে ফসল ফলানোর জন্য গরু টানা লাঙল ও মইয়ের পরিবর্তে ট্রাক্টর, পাওয়ার টিলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক যন্ত্রের ব্যবহারে গরুর টানা লাঙল, মই এখন পাটকেলঘাটায় তেমন একটা চোখে পড়ে না। পাটকেলঘাটা থেকে হালের বলদ প্রায় বিলুপ্তির পথে। সে কারণে নিজে ও ভাইদের সহযোগিতায় চলতি বোরো মৌসুমে গরুর পরিবর্তে মই টানছি।’
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের চাষ অনেকটা কমে গেছে। যে কারণে কৃষক বিকল্প পথে চাষাবাদ করছেন।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
৭ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
১৯ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
৩৮ মিনিট আগে