পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি
জমি চাষের সঙ্গে গরু ও মহিষের সম্পর্ক সেই আদিকাল থেকে। আগে গ্রামে কৃষকের বড় পরিচয় ছিল—যাঁর বাড়িতে গরু, লাঙল ও জোয়াল তিনি কৃষক। সাধারণত কৃষিজমিতে গরু দিয়ে টানা লাঙলে জমি চাষ ও মই দিয়ে চাষের জমি সমান করে ফসল ফলানো হয়। আধুনিক যুগে এসে চাষের ক্ষেত্রে যুক্ত হয়েছে ইঞ্জিনচালিত পাওয়ার টিলার ও ট্রাক্টর।
পাটকেলঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, শাকদহ বিলে এক কৃষক আজিবর সরদার তাঁর ছেলেকে নিয়ে হালচাষের জন্য মই টানছেন।
কথা হয় সেই কৃষক আজিবর সরদারের সঙ্গে। তিনি বলেন, ‘জমি চাষাবাদ করে ছয় সদস্যের পরিবারের সংসার চালাই। এলাকায় ইরি-বোরোর চাষ ছাড়া অন্য ফসল তেমন হয় না। সে কারণে হালের গরু পালন করা হয় না। আগে আমার হালের বলদ ছিল। কিন্তু সারা বছর গরু পালন করতে যে টাকা খরচ হয়, তা দিয়ে আমাদের মতো কৃষকের গরু পোষা সম্ভব না। তা ছাড়া এখন গোখাদ্যের অনেক দাম। হালের বলদ না থাকায় সকাল থেকে বাবা-ছেলে মিলে খেতে মই টানছি। এক বিঘা জমি গরু দিয়ে মই টানতে প্রায় ৫০০ টাকা খরচ হয়। আবার একখানা লাঙলের এক দিনের মজুরি এক হাজার থেকে পনেরো শ টাকা।’
এ বিষয়ে জুজখোলা গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি ইরি ধান চাষ করে আসছেন। এবারও তিন বিঘা জমিতে ধান চাষ করবেন। কিন্তু দুঃখের বিষয়, এলাকায় হালের বলদ না থাকায় পরিবারের সদস্যদের সিয়ে নিজেই খেতের মই টানছেন।
তৈলকুপি গ্রামের কৃষক আব্দুস সবুর বলেন, ‘আগে হালচাষের জন্য প্রত্যেক কৃষকের ঘরে গরু, লাঙল ও মই থাকত। আধুনিকতার ছোঁয়ায় এখন গ্রামাঞ্চলে ফসল ফলানোর জন্য গরু টানা লাঙল ও মইয়ের পরিবর্তে ট্রাক্টর, পাওয়ার টিলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক যন্ত্রের ব্যবহারে গরুর টানা লাঙল, মই এখন পাটকেলঘাটায় তেমন একটা চোখে পড়ে না। পাটকেলঘাটা থেকে হালের বলদ প্রায় বিলুপ্তির পথে। সে কারণে নিজে ও ভাইদের সহযোগিতায় চলতি বোরো মৌসুমে গরুর পরিবর্তে মই টানছি।’
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের চাষ অনেকটা কমে গেছে। যে কারণে কৃষক বিকল্প পথে চাষাবাদ করছেন।
জমি চাষের সঙ্গে গরু ও মহিষের সম্পর্ক সেই আদিকাল থেকে। আগে গ্রামে কৃষকের বড় পরিচয় ছিল—যাঁর বাড়িতে গরু, লাঙল ও জোয়াল তিনি কৃষক। সাধারণত কৃষিজমিতে গরু দিয়ে টানা লাঙলে জমি চাষ ও মই দিয়ে চাষের জমি সমান করে ফসল ফলানো হয়। আধুনিক যুগে এসে চাষের ক্ষেত্রে যুক্ত হয়েছে ইঞ্জিনচালিত পাওয়ার টিলার ও ট্রাক্টর।
পাটকেলঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, শাকদহ বিলে এক কৃষক আজিবর সরদার তাঁর ছেলেকে নিয়ে হালচাষের জন্য মই টানছেন।
কথা হয় সেই কৃষক আজিবর সরদারের সঙ্গে। তিনি বলেন, ‘জমি চাষাবাদ করে ছয় সদস্যের পরিবারের সংসার চালাই। এলাকায় ইরি-বোরোর চাষ ছাড়া অন্য ফসল তেমন হয় না। সে কারণে হালের গরু পালন করা হয় না। আগে আমার হালের বলদ ছিল। কিন্তু সারা বছর গরু পালন করতে যে টাকা খরচ হয়, তা দিয়ে আমাদের মতো কৃষকের গরু পোষা সম্ভব না। তা ছাড়া এখন গোখাদ্যের অনেক দাম। হালের বলদ না থাকায় সকাল থেকে বাবা-ছেলে মিলে খেতে মই টানছি। এক বিঘা জমি গরু দিয়ে মই টানতে প্রায় ৫০০ টাকা খরচ হয়। আবার একখানা লাঙলের এক দিনের মজুরি এক হাজার থেকে পনেরো শ টাকা।’
এ বিষয়ে জুজখোলা গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে তিনি ইরি ধান চাষ করে আসছেন। এবারও তিন বিঘা জমিতে ধান চাষ করবেন। কিন্তু দুঃখের বিষয়, এলাকায় হালের বলদ না থাকায় পরিবারের সদস্যদের সিয়ে নিজেই খেতের মই টানছেন।
তৈলকুপি গ্রামের কৃষক আব্দুস সবুর বলেন, ‘আগে হালচাষের জন্য প্রত্যেক কৃষকের ঘরে গরু, লাঙল ও মই থাকত। আধুনিকতার ছোঁয়ায় এখন গ্রামাঞ্চলে ফসল ফলানোর জন্য গরু টানা লাঙল ও মইয়ের পরিবর্তে ট্রাক্টর, পাওয়ার টিলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক যন্ত্রের ব্যবহারে গরুর টানা লাঙল, মই এখন পাটকেলঘাটায় তেমন একটা চোখে পড়ে না। পাটকেলঘাটা থেকে হালের বলদ প্রায় বিলুপ্তির পথে। সে কারণে নিজে ও ভাইদের সহযোগিতায় চলতি বোরো মৌসুমে গরুর পরিবর্তে মই টানছি।’
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের চাষ অনেকটা কমে গেছে। যে কারণে কৃষক বিকল্প পথে চাষাবাদ করছেন।
গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
২৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
২৩ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর কোতোয়ালি থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১ শিক্ষার্থীসহ ৭৫ জন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
২৮ মিনিট আগে