চৌগাছা (যশোরে) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় বিয়ের চার দিন পর বিথি খাতুন (২০) নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিথির পরিবারের দাবি, ছেলেকে অন্যখানে বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন। তবে স্বামীর পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিথি।
গতকাল বুধবার ভোরে বাঘারপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত বিথি খাতুন ওই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী এবং যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
মৃত বিথির বাবা বিল্লাল হোসেন জানান, চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে আব্দুল্লাহর সঙ্গে পরিচয় হয় বিথির। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিথি পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে আব্দুল্লাহর পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। পরে বিয়ের বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়।
বিয়ের পর থেকেই ছেলের পরিবার তাঁর মেয়েকে অপছন্দ করতে শুরু করে। শুরু হয় বিথির ওপর মানসিক নির্যাতন। গতকাল বুধবার মেয়ে ও জামাইয়ের তাঁর বাড়িতে আসার কথা ছিল। কিন্তু ভোররাতে শ্বশুরবাড়ির লোকজন বিল্লাল হোসেনকে ফোন করে জানান, তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিল্লাল হোসেনের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। ছেলের পরিবারের লোকজন যৌতুক নিয়ে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন।
তবে বিথির স্বামী আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার রাতে সাহরি খাওয়ার সময় উঠে তিনি স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। এরপর পাশের ঘরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান।
বিথির স্বামী জানান, বুধবার তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি দুই দিন পরে যেতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে রাতে বিরোধ হয়। ওই বিরোধের জের ধরে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মৃত বিথির বাবা হত্যার অভিযোগ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় বিয়ের চার দিন পর বিথি খাতুন (২০) নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিথির পরিবারের দাবি, ছেলেকে অন্যখানে বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন। তবে স্বামীর পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিথি।
গতকাল বুধবার ভোরে বাঘারপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত বিথি খাতুন ওই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী এবং যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
মৃত বিথির বাবা বিল্লাল হোসেন জানান, চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে আব্দুল্লাহর সঙ্গে পরিচয় হয় বিথির। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিথি পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে আব্দুল্লাহর পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। পরে বিয়ের বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়।
বিয়ের পর থেকেই ছেলের পরিবার তাঁর মেয়েকে অপছন্দ করতে শুরু করে। শুরু হয় বিথির ওপর মানসিক নির্যাতন। গতকাল বুধবার মেয়ে ও জামাইয়ের তাঁর বাড়িতে আসার কথা ছিল। কিন্তু ভোররাতে শ্বশুরবাড়ির লোকজন বিল্লাল হোসেনকে ফোন করে জানান, তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিল্লাল হোসেনের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। ছেলের পরিবারের লোকজন যৌতুক নিয়ে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন।
তবে বিথির স্বামী আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার রাতে সাহরি খাওয়ার সময় উঠে তিনি স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। এরপর পাশের ঘরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান।
বিথির স্বামী জানান, বুধবার তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি দুই দিন পরে যেতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে রাতে বিরোধ হয়। ওই বিরোধের জের ধরে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মৃত বিথির বাবা হত্যার অভিযোগ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৩৬ মিনিট আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৪০ মিনিট আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
১ ঘণ্টা আগে