অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারিতে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সিরাজ বিশ্বাসের ছেলে ফুয়াদ হোসেন (২০) ও একই এলাকার লিটন মোল্যার ছেলে সিয়াম হোসেন (১৮)।
স্থানীয় ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি গ্রুপ ফেসবুকে সক্রিয় হয়। তারা একে অন্যের প্রতি নানা অভিযোগ উত্থাপন করছিল। এরই পরিপ্রেক্ষিতে উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের সংগঠক, নওয়াপাড়া গরুহাট এলাকার রাকিব পাটোয়ারীর নামে ফেসবুকে অশালীন মন্তব্য করে ফুয়াদ নামের একজন। রাকিব অশালীন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ফুয়াদ তা অস্বীকার করেন। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিব তাঁকে চড় দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ফুয়াদ ও সিয়াম আহত হলে তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা আবার সংঘবদ্ধ হয়ে রাকিবের ওপর হামলা চালাতে গেলে এলাকাবাসী তাঁদের একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ ও স্থানীয়রা উভয়পক্ষকে ডেকে আর কোনো মারামারি না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, সকালে দুজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী ফুয়াদের ভাই হৃদয় ফারাজী বলেন, ‘আমার ভাইকে রাকিব পাটোয়ারী মারধর করেছে, কেন মারধর করেছে জানতে চাইলে তাঁরা আমাদের ওপরও চড়াও হন। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ করব।’
অন্যদিকে রাকিব পাটোয়ারী বলেন, ‘আমার ব্যাপারে তাঁরা ফেসবুকে বাজে মন্তব্য করেছেন, আমি এ বিষয়ে শুনলে তাঁরা অস্বীকার করেছেন। তখন স্থানীয় কিছু লোকজন তাঁদের ওপর চড়াও হয়েছেন।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’
যশোরের অভয়নগরে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারিতে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সিরাজ বিশ্বাসের ছেলে ফুয়াদ হোসেন (২০) ও একই এলাকার লিটন মোল্যার ছেলে সিয়াম হোসেন (১৮)।
স্থানীয় ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি গ্রুপ ফেসবুকে সক্রিয় হয়। তারা একে অন্যের প্রতি নানা অভিযোগ উত্থাপন করছিল। এরই পরিপ্রেক্ষিতে উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের সংগঠক, নওয়াপাড়া গরুহাট এলাকার রাকিব পাটোয়ারীর নামে ফেসবুকে অশালীন মন্তব্য করে ফুয়াদ নামের একজন। রাকিব অশালীন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ফুয়াদ তা অস্বীকার করেন। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিব তাঁকে চড় দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ফুয়াদ ও সিয়াম আহত হলে তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা আবার সংঘবদ্ধ হয়ে রাকিবের ওপর হামলা চালাতে গেলে এলাকাবাসী তাঁদের একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ ও স্থানীয়রা উভয়পক্ষকে ডেকে আর কোনো মারামারি না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, সকালে দুজন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী ফুয়াদের ভাই হৃদয় ফারাজী বলেন, ‘আমার ভাইকে রাকিব পাটোয়ারী মারধর করেছে, কেন মারধর করেছে জানতে চাইলে তাঁরা আমাদের ওপরও চড়াও হন। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ করব।’
অন্যদিকে রাকিব পাটোয়ারী বলেন, ‘আমার ব্যাপারে তাঁরা ফেসবুকে বাজে মন্তব্য করেছেন, আমি এ বিষয়ে শুনলে তাঁরা অস্বীকার করেছেন। তখন স্থানীয় কিছু লোকজন তাঁদের ওপর চড়াও হয়েছেন।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় রেজওয়ানুল কবির চয়ন নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁকে
১৮ মিনিট আগেযুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় এক হকারকে উঠিয়ে নেওয়ার অভিযোগে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করেছেন হকাররা। শুক্রবার রাতে নগরের জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক হকার। এ সময় পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়। ওই যুবদল নেতা সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে...
৪৪ মিনিট আগেনাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’
২ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফে সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর অপহৃত দুই কৃষককে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা-সংলগ্ন পাহাড়ি এলাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম দুই কৃষক ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে