Ajker Patrika

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লার চতুর্থ চালান মোংলায়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৮: ২২
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লার চতুর্থ চালান মোংলায়

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে গতকাল শনিবার চতুর্থ দফায় মোংলা বন্দরে পৌঁছেছে একটি বিদেশি জাহাজ। আজ রোববার সকালে কয়লা খালাস শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

বন্দর কর্তৃপক্ষ জানায়, ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে বাহামার পতাকাবাহী এমভি পিথাগোরাস জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙর করে। 

এমভি পিথাগোরাস জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এজেন্টের’ ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, গত এক মাস আগে কয়লাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। এটা চতুর্থ চালান। এই চালানে ৩৩ হাজার মেট্রিকটন কয়লা আছে। এর আগে আরও তিনটি চালানে দেড় লাখ টন কয়লা আনা হয়েছে। আরও এক লাখ মেট্রিকটন কয়লা আনা হবে। তবে সেটি প্রথম ধাপের জন্য বলেও জানান তিনি।

পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎ খুলনা গ্রিডে যোগ হচ্ছে। এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালের ২৪ এপ্রিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত