খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট এলাকায় অবরোধ করেন তাঁরা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে আটকা পড়ে শতাধিক যানবাহন।
খুবির শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সকালে পাইকগাছা থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী তাঁর মা ও বোনকে নিয়ে খুলনায় আসছিলেন। পথে বাসচালকের সহকারী ও সুপারভাইজারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এ কথা সহপাঠীদের জানালে বিশ্ববিদ্যালয় থেকে কয়েক শিক্ষার্থী জিরো পয়েন্ট এলাকায় এসে অবস্থান নেন। বাসটি জিরো পয়েন্টে পৌঁছালে এ নিয়ে বাসচালকের সহকারী ও সুপারভাইজারের সঙ্গে কথা বলতে গেলে অন্য শ্রমিকেরা এসে শিক্ষার্থীদের মারধর করেন।
এদিকে এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েক শ শিক্ষার্থী এসে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে সব কটি সড়কের প্রবেশমুখ বন্ধ করে দেন।
খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, বাসশ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দুই পরিবহন শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন, ওই দুজনই তাঁদের মারধর করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দিলে আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আরও বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার পর দুপুর ১২টায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট এলাকায় অবরোধ করেন তাঁরা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে আটকা পড়ে শতাধিক যানবাহন।
খুবির শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সকালে পাইকগাছা থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী তাঁর মা ও বোনকে নিয়ে খুলনায় আসছিলেন। পথে বাসচালকের সহকারী ও সুপারভাইজারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এ কথা সহপাঠীদের জানালে বিশ্ববিদ্যালয় থেকে কয়েক শিক্ষার্থী জিরো পয়েন্ট এলাকায় এসে অবস্থান নেন। বাসটি জিরো পয়েন্টে পৌঁছালে এ নিয়ে বাসচালকের সহকারী ও সুপারভাইজারের সঙ্গে কথা বলতে গেলে অন্য শ্রমিকেরা এসে শিক্ষার্থীদের মারধর করেন।
এদিকে এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েক শ শিক্ষার্থী এসে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে সব কটি সড়কের প্রবেশমুখ বন্ধ করে দেন।
খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, বাসশ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দুই পরিবহন শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন, ওই দুজনই তাঁদের মারধর করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দিলে আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আরও বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার পর দুপুর ১২টায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
চলছে আমন ধানের মৌসুম। ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দগাঁও এলাকায় শনিবার দুপুরে একদল কৃষিশ্রমিক আমনের চারা রোপণের ফাঁকে মাঠের এক কোণে পুকুরঘাটে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। কারও পাতে আলুভর্তা, কারও বেগুনভাজি, কারও লাউয়ের ঘন্ট। কেউ আবার ভাগাভাগি করে খাচ্ছেন ডিমভাজি আর ছোট মাছের ঝোল।
১ সেকেন্ড আগেপঞ্চগড়ের বানিয়াপাড়া ও অমরখানা সীমান্ত থেকে ১৫ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে বলে জানায় বিজিবি। বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা ১৫ জনকে সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান।
৪ মিনিট আগেজামালপুরে একটি হাসপাতালে চিকিৎসক ছাড়াই নার্সের হাতে সন্তান প্রসবের চেষ্টার সময় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে উত্তেজিত জনতা হাসপাতালটি ভাঙচুর করে। আজ শনিবার সকালে জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার নগর মাতৃসদন হাসপাতালে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেচালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ শনিবার যশোর সার্কিট হাউস সভাকক্ষে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এই তথ্য জানান। খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে এই সভার আয়োজন করা হয়।
২০ মিনিট আগে