Ajker Patrika

২৮ কেজির ভোল মাছ ৮ লাখ টাকায় বিক্রি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২৮ কেজির ভোল মাছ ৮ লাখ টাকায় বিক্রি

বাগেরহাটের দুবলারচরের জেলেদের জালে ধরা পড় ২৮ কেজি ওজনের কৈয়া ভোল মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাছটি সাড়ে ৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। বুধবার সন্ধ্যায় সাগরে ভোল মাছটি ধরা পড়ে।

দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি শুক্রবার সকালে মোবাইল মোবাইল ফোনে জানান, বুধবার সকালে সাগরে মাছ ধরতে যান দুবলারচরের জেলেরা। ওই দিন সন্ধ্যায় রামপালের জেলে সবুর সিকদারের জালে ভোল মাছটি ধরা পড়ে।

মোতাসিম ফরাজি আরও বলেন, রাতে আলোরকোল চরের মাছের ডিপোতে মাছটি ওজন করা হয়। মাছটির ওজন ২৮ কেজি। বৃহস্পতিবার বিকেলে খুলনার মৎস্য ব্যবসায়ী মো. মাসুম দর-কষাকষি করে সাড়ে ৮ লাখ টাকায় মাছটি কিনে নিয়ে যান।

জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘পোয়া প্রজাতির ভোল মাছের ফুসফুসের বিদেশে চাহিদা অনেক। মাছের ফুসফুসের অনেক দাম এ মাছের ফুসফুস দিয়ে ক্যানসারের ওষুধ তৈরি করা হয় বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত