যশোর প্রতিনিধি
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
১১ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
১৯ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে