Ajker Patrika

ভারতে পাচারের চেষ্টা, যশোরে ৮ স্বর্ণের বারসহ দুজন আটক

­যশোর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের পাচারের চেষ্টাকালে যশোরে আটটি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরের দিকে যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলার শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা গ্রামের আবু সাঈদ (২৭) ও ঘিবা গ্রামের মহিনুর রহমান (৩১)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি টহল দল যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি বাসের দুই যাত্রীকে তল্লাশি করা হয়। তাঁদের পকেট ও মানিব্যাগের ভেতর থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের বারগুলোর মোট ওজন ৯৭০ গ্রাম।

সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো সীমান্তে নিয়ে যাচ্ছিলেন। এর আগে ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের থেকে ওই স্বর্ণ সংগ্রহ করেছিলেন তাঁরা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত