Ajker Patrika

রাস্তা করার ইট ব্যবহার করা হলো অন্য স্থানে 

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ২১: ৪৩
Thumbnail image

যশোরের কেশবপুরে অনুমোদন পাওয়া রাস্তায় ইট ফেলার পর সেই ইট অন্য স্থানে ব্যবহার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলা প্রকৌশলীর কাছে সাতবাড়িয়া গ্রামের এলেম সরদার নামে এক ব্যক্তি এ অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাসপাতাল রোডে রহমতুল্যা সরদারের বাড়ি থেকে বাওড় মর্শিনা পর্যন্ত ১৮০ ফুট রাস্তায় ইটের সলিং করার অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের ভিত্তিতে সেখানে ইটও ফেলা হয়। কিন্তু ঠিকাদার ওই ইট গত ৪ এপ্রিল স্থানীয় বিধান ঘোষের বাড়ির ব্যক্তিগত কাজ করার জন্য অপসারণ করে নিয়ে যায়। 

এ বিষয়ে বিধান ঘোষ নামে এক ব্যক্তি বলেন, ‘আমার বাড়ির পাশের রাস্তাটি ইটের সলিং করার জন্য আবেদন করলে জনগণের স্বার্থে এডিপির অর্থায়নে করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত কাজে ইট ব্যবহার করা হয়নি।’

উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা বলেন, রহমতুল্যা সরদারের বাড়ি থেকে বাওড় মর্শিনা পর্যন্ত রাস্তাটি করার জন্য অনুমোদন পেতে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন এখনো দেওয়া হয়নি। কিন্তু অনুমোদন পাওয়ার আগেই ভুলক্রমে ঠিকাদার ওই স্থানে ইট ফেলেছিল। পরে ইট অপসারণ করে অন্য স্থানে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত