Ajker Patrika

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৯: ০৮
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মাগুরা (শ্রীপুর): মাগুরায় শ্রীপুর-দ্বারিয়াপুর সড়কে দুর্ঘটনায় আকাশ মৃধা (২২) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শনিবার মাগুরার শ্রীপুরের পূর্বপাড়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মৃধা উপজেলার পারপটোরা গ্রামের ডালিম মৃধার ছেলে। আহত চাঁদ মোহন একই উপজেলার আনন্দ নগরের কুটিশ্বর পরামানিকের পুত্র। আহত অপর দুজনের পরিচয় জানা যায়নি ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ সকালে বাড়িতে ফেরার পথে উপজেলার পূর্বপাড়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে চাঁদ মোহনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতরসহ দুজন আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আকাশ মৃধার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন পক্ষই মামলা করতে আসেনি, মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত