বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় আধিপত্য বিস্তারের জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামের এক কৃষককে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ সাতজনকে কুপিয়ে আহত করেন। মোজাহার মোল্লা আলিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার চাচাতো ভাই। তিনি গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
আহতরা হলেন নিহত মো. মোজাহার মোল্লার মা মোমেনা বেগম (৬৫), চাচাতো বোন রিক্তা বেগম (৩৫), মুক্তা বেগম (৪০), চাচাতো ভাই মতিয়ার রহমান (৪৩), ইউনুস মোল্লা (২৮), চাচাতো ভাইয়ের বউ শাহিদা বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), ভাইপো লিটু (২৭) ও রাব্বি (১৮)। আহতরা বাগেরহাট জেলা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা বলছেন, আলিপুর গ্রামের প্রভাবশালী রাসেল শেখ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান মোল্লার আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে এই হামলাকারীরাই হাফিজুর রহমান মোল্লাকে মারধর করেছিল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিনে মোজাহার মোল্লার বাড়িতে লোকজনের ভিড় দেখা যায়। ঘরের সামনে কয়েক জায়গায় রক্ত পড়ে রয়েছে। ঘরের ভেতরে নিহতের মা, স্ত্রী ও সন্তানেরা কাঁদছে।
মোজাহারের মা মোমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, `জমি থেকে এসে ঘরের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল আমার ছেলে। তখন রাসেল শেখ, মহিদ শেখ, তুহিন শেখ, ইসমাইল, ইদ্রিস, কুদ্দুস, নজরুল সরদারসহ ১২-১৩ জন লোক রামদা ও সড়কি ছেলেকে কোপাতে থাকে। বাঁচাতে গেলে ওরা আমাকেও মারধর করে। আমি সন্তান হত্যার বিচার চাই।'
প্রত্যক্ষদর্শী মো. আতিয়ার মোল্লা বলেন, `হঠাৎ করে দা, লাঠি, কুড়াল ও সড়কি নিয়ে ১০-১২ জন এসে মোজাহার মোল্লাকে কোপাতে শুরু করে। মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ আরও কয়েকজনকে মারধর করে হামলাকারীরা।'
এর আগে হামলার শিকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার স্ত্রী মরিয়ম বেগম বলেন, `আমার ভাশুর মোজাহার মোল্লার হত্যাকারীরা আমার স্বামীকে হত্যার জন্য ঘরে ঢোকার চেষ্টা করেছিল। বাধা দিলে আমার হাতে আঘাত করে। এলাকার লোকজন চলে এলে তারা পালিয়ে যায়।'
অভিযুক্ত রাসেলের বাবা ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, `হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়নি। তবে এ বিষয়ে এখন আর কিছু বলা যাবে না।'
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, `মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'
বাগেরহাটের কচুয়ায় আধিপত্য বিস্তারের জেরে মো. মোজাহার মোল্লা (৫৫) নামের এক কৃষককে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ সাতজনকে কুপিয়ে আহত করেন। মোজাহার মোল্লা আলিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার চাচাতো ভাই। তিনি গজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
আহতরা হলেন নিহত মো. মোজাহার মোল্লার মা মোমেনা বেগম (৬৫), চাচাতো বোন রিক্তা বেগম (৩৫), মুক্তা বেগম (৪০), চাচাতো ভাই মতিয়ার রহমান (৪৩), ইউনুস মোল্লা (২৮), চাচাতো ভাইয়ের বউ শাহিদা বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), ভাইপো লিটু (২৭) ও রাব্বি (১৮)। আহতরা বাগেরহাট জেলা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা বলছেন, আলিপুর গ্রামের প্রভাবশালী রাসেল শেখ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান মোল্লার আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে এই হামলাকারীরাই হাফিজুর রহমান মোল্লাকে মারধর করেছিল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে সরেজমিনে মোজাহার মোল্লার বাড়িতে লোকজনের ভিড় দেখা যায়। ঘরের সামনে কয়েক জায়গায় রক্ত পড়ে রয়েছে। ঘরের ভেতরে নিহতের মা, স্ত্রী ও সন্তানেরা কাঁদছে।
মোজাহারের মা মোমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, `জমি থেকে এসে ঘরের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল আমার ছেলে। তখন রাসেল শেখ, মহিদ শেখ, তুহিন শেখ, ইসমাইল, ইদ্রিস, কুদ্দুস, নজরুল সরদারসহ ১২-১৩ জন লোক রামদা ও সড়কি ছেলেকে কোপাতে থাকে। বাঁচাতে গেলে ওরা আমাকেও মারধর করে। আমি সন্তান হত্যার বিচার চাই।'
প্রত্যক্ষদর্শী মো. আতিয়ার মোল্লা বলেন, `হঠাৎ করে দা, লাঠি, কুড়াল ও সড়কি নিয়ে ১০-১২ জন এসে মোজাহার মোল্লাকে কোপাতে শুরু করে। মোজাহারের বৃদ্ধ মা মোমেনা বেগমসহ আরও কয়েকজনকে মারধর করে হামলাকারীরা।'
এর আগে হামলার শিকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লার স্ত্রী মরিয়ম বেগম বলেন, `আমার ভাশুর মোজাহার মোল্লার হত্যাকারীরা আমার স্বামীকে হত্যার জন্য ঘরে ঢোকার চেষ্টা করেছিল। বাধা দিলে আমার হাতে আঘাত করে। এলাকার লোকজন চলে এলে তারা পালিয়ে যায়।'
অভিযুক্ত রাসেলের বাবা ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, `হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়নি। তবে এ বিষয়ে এখন আর কিছু বলা যাবে না।'
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, `মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা। আজ রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন তারা।
১৮ মিনিট আগেঅভিযুক্ত সাংবাদিক রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিম। তিনি আলদাতপুরে হিন্দুপল্লিতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন।
১ ঘণ্টা আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
১ ঘণ্টা আগে