মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলার ঘটনায় ২১ জেলেকে আসামি করে মামলা করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার মোংলা থানায় চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার ওবায়দুর রহমান বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক ধারায় এ মামলা করেন। তবে মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার আসামিরা হচ্ছেন-নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ, মো. শহিদ, জাহাঙ্গীর খাঁ, রিয়াজুল খাঁ, জাকির শেখ, মো. সোহাগ, ইমরান শেখ, বাহারুল খাঁ, সুলতান শেখ, মিরাজ শেখ, মিলন শেখ, সোহেল খাঁ, সুমন শেখ ও মিরাজুল খাঁ। এ ছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা সবাই মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের বাসিন্দা। এর আগে বুধবার সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকার বন্ধে অভিযানের সময় জেলেদের হামলার শিকার হন দুই কর্মকর্তাসহ সাত বনরক্ষী।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সুন্দরবন সংলগ্ন পশুর নদীর নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় মাছ শিকার করছিলেন একদল অসাধু জেলে। খবর পেয়ে অভিযানে নামে চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় নিষিদ্ধ এলাকা থেকে জেলেদের চলে যেতে বললে তাদের ওপর চড়াও হন জেলেরা। একপর্যায়ে নৌকায় থাকা বইঠা ও দা দিয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা করে তাঁরা।’ এ সময় আত্মরক্ষার্থে বনরক্ষীরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জেলেরা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এ সময় জেলেদের হামলায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান, স্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব, মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন। আহতরা সবাই রেঞ্জ কার্যালয়ে সেদিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ এলাকায় জেলেদের মাছ শিকার বন্ধে বনরক্ষীদের সঙ্গে নিয়ে কর্মকর্তারা অভিযানে গেলে তাদের ওপর সংঘবদ্ধ জেলেরা হামলা চালায়। এ সময় বনরক্ষীরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। পরে পালিয়ে যাওয়া জেলেদের ধরতে কোস্টগার্ড ও নৌ পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।
কিন্তু কাউকে আটক করা যায়নি। তবে কারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা গেছে। এ ঘটনায় ২১ জনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক ধারায় গতকাল মামলা দেওয়া হয়েছে।’ আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
সুন্দরবনে বন কর্মকর্তা ও রক্ষীদের ওপর হামলার ঘটনায় ২১ জেলেকে আসামি করে মামলা করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার মোংলা থানায় চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার ওবায়দুর রহমান বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক ধারায় এ মামলা করেন। তবে মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার আসামিরা হচ্ছেন-নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ, মো. শহিদ, জাহাঙ্গীর খাঁ, রিয়াজুল খাঁ, জাকির শেখ, মো. সোহাগ, ইমরান শেখ, বাহারুল খাঁ, সুলতান শেখ, মিরাজ শেখ, মিলন শেখ, সোহেল খাঁ, সুমন শেখ ও মিরাজুল খাঁ। এ ছাড়া আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা সবাই মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের বাসিন্দা। এর আগে বুধবার সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকার বন্ধে অভিযানের সময় জেলেদের হামলার শিকার হন দুই কর্মকর্তাসহ সাত বনরক্ষী।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সুন্দরবন সংলগ্ন পশুর নদীর নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্যে (নিষিদ্ধ) এলাকায় মাছ শিকার করছিলেন একদল অসাধু জেলে। খবর পেয়ে অভিযানে নামে চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। এ সময় নিষিদ্ধ এলাকা থেকে জেলেদের চলে যেতে বললে তাদের ওপর চড়াও হন জেলেরা। একপর্যায়ে নৌকায় থাকা বইঠা ও দা দিয়ে বন কর্মকর্তাদের ওপর হামলা করে তাঁরা।’ এ সময় আত্মরক্ষার্থে বনরক্ষীরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জেলেরা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘এ সময় জেলেদের হামলায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান, স্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব, মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিড বোট ড্রাইভার মঞ্জু রানা আহত হন। আহতরা সবাই রেঞ্জ কার্যালয়ে সেদিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ এলাকায় জেলেদের মাছ শিকার বন্ধে বনরক্ষীদের সঙ্গে নিয়ে কর্মকর্তারা অভিযানে গেলে তাদের ওপর সংঘবদ্ধ জেলেরা হামলা চালায়। এ সময় বনরক্ষীরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। পরে পালিয়ে যাওয়া জেলেদের ধরতে কোস্টগার্ড ও নৌ পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।
কিন্তু কাউকে আটক করা যায়নি। তবে কারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা গেছে। এ ঘটনায় ২১ জনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে ও সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক ধারায় গতকাল মামলা দেওয়া হয়েছে।’ আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে আরব আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার জামিরাপাড়া গ্রামে আজ বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আরব আলী ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মরহুম ওয়াহেদ আলীর ছেলে।
২ মিনিট আগেচট্টগ্রাম নগরের কোতোয়ালিতে একটি বহুতল ভবনের ৯তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কোতোয়ালি থানার আদালত এলাকাসংলগ্ন সড়কের পাশের রঙ্গম কনভেনশন হল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন...
৪১ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়ায় বড় ভাই বনি আমীনের পিটুনিতে মাদকাসক্ত ছোট ভাই নূরুল আমীন (১৯) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। আজ শুক্রবার দুপুরে ঘর থেকে নূরুলের লাশ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে