Ajker Patrika

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু 

চুয়াডাঙ্গায় মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামের এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের রেলগেট ফুড গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত ওয়াজেদ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার নুর নগরপাড়ার মৃত তালু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য পশু চিকিৎসক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বেলা ১১ দিকে ওয়াজেদ আলী তাঁর মেয়ের কিছু কাগজপত্র নিয়ে সরকারি কলেজের উদ্দেশ্য নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে বের হন। পথের মধ্যে চুয়াডাঙ্গা রেলগেট ফুড গোডাউনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মাটি ভর্তি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আঘাত হন ওয়াজেদ আলী। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা গুরুতর অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আনেন। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’ 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘রেলগেট ফুড গোডাউনের সামনে ট্রাক্টরের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত