Ajker Patrika

ঢাকা থেকে গ্রেপ্তার কুষ্টিয়া আ.লীগের ৩ নেতা কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৫, ২০: ৩২
ওমর ফারুক, মীর রেজাউল ও সুজন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত
ওমর ফারুক, মীর রেজাউল ও সুজন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাঁদের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে ওই রাতেই কুষ্টিয়া মডেল থানায় নেওয়ার পর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের পরিদর্শক জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এরপর রাতেই তাঁদের কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত বছরের ১৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি মীর রেজাউল ইসলাম। তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) খাইরুজ্জামান বলেন, রেজাউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরে শুনানি হবে।

অপর দিকে চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে বিএনপির কর্মী ইমন আলী পরিচয়ে এক ব্যক্তি মামলা করেন। ওই মামলায় ওমর ফারুক ও আশরাফুজ্জামানকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত