Ajker Patrika

প্রায় ৭ মাস জেল খেটে ছাড়া পেলেন ১৩ ভারতীয় জেলে

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭: ৪৭
প্রায় ৭ মাস জেল খেটে ছাড়া পেলেন ১৩ ভারতীয় জেলে

ছয় মাস ২৪ দিন কারাভোগের পর বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন ১৩ ভারতীয় জেলে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁদের আটক করা হয়েছিল। 

আজ শনিবার দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমারের কাছে জেলেদের হস্তান্তর করে মোংলা থানা পুলিশ। এর আগে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে তাঁরা মুক্তি পান। 

মুক্তিপ্রাপ্ত জেলেরা হলেন—সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৭), স্বর্ণা কুমার খড়া (২২), সুবোধ জানা (৬৯, কমলাকান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩), মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপন দাস (৫০), ইউনুচ আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৭)। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, তাঁদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায়। 

ওসি বলেন, গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ভারতীয় ১৩ জেলেসহ এফবি স্বর্ণতারা নামের একটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড। একই দিন তাঁদের নামে মামলা দিয়ে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ ছয় মাস ২৪ দিন কারাভোগের পর তাঁরা আজ মুক্তি পেয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত