Ajker Patrika

সুন্দরবনে পর্যটকবাহী ট্রলার আটক, জরিমানা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
Thumbnail image

নদীতে প্লাস্টিক ছড়ানোর অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনা নদী থেকে একটি ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) আটক করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে পর্যটকবাহী ট্রলারটি আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মো. মোহসীন। 

জানা যায়, সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকেরা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক সামগ্রী ফেলে পরিবেশ দূষণ করেছে। এ অভিযোগে পর্যটকসহ ট্রলারটি আটক করেন বন বিভাগের কর্মীরা। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবনের জীব ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় সেখানকার নদ-নদীসমূহের দূষণ বন্ধে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের ওয়ান টাইম প্লাস্টিক সামগ্রী বহনে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি সব নৌযান মালিক–শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার একদল পর্যটক চুনা নদী দিয়ে সুন্দরবন ভ্রমণকালে নদীতে প্লাস্টিক সামগ্রী ফেললে বিভাগীয় বন কর্মকর্তা পর্যটকসহ ট্রলারটি আটক করে। পরবর্তীতে অর্থদণ্ডের বিনিময়ে সবাইকে মুক্তি দেওয়া হলেও ট্রলারটি জব্দ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত