Ajker Patrika

যশোরে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ৫ মেডিকেল টিম

যশোর প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ৩৯
Thumbnail image

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে কাজ করছে পাঁচটি মেডিকেল টিম। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহযোগিতায় সিভিল সার্জনের দপ্তর এসব মেডিকেল টিম গঠন করেছে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কুমার বিশ্বাস বলেন, জনসভাস্থলে ও স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগের সব কর্মী প্রস্তুত আছেন। জনসভাস্থলে আগতদের যেকোনো ধরনের জরুরি স্বাস্থ্যগত প্রয়োজনে দুটি মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। এ ছাড়া সব ধরনের চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্সসহ একটি বিশেষজ্ঞ দল ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে দায়িত্ব পালন করছে। 

সিভিল সার্জন আরও বলেন, কোনো ধরনের স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রয়োজনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাকিব রাসেল ও মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. রেহেনেওয়াজের তত্ত্বাবধানে সিভিল সার্জন কার্যালয়ে একটি জরুরি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, হাসপাতালে জরুরি বিভাগ, অন্তর্বিভাগ ও আইসিইউ বিভাগে সব জরুরি সেবাসহ বিশেষায়িত টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবাসহ অ্যাম্বুলেন্স অবস্থান করছে। পার্শ্ববর্তী সব উপজেলার জরুরি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে যশোরে শেখ হাসিনার নির্বাচনী জনসভা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। যশোর শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই জনসভা। দীর্ঘ পাঁচ বছর পর শেখ হাসিনার যশোর আগমনে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত