Ajker Patrika

যশোরে অবরোধের সমর্থনে ঝটিকা মশাল মিছিল

যশোর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২২: ২০
যশোরে অবরোধের সমর্থনে ঝটিকা মশাল মিছিল

যশোরে অবরোধের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা। আজ বুধবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এলাকায় মিছিল করেন তাঁরা। 

স্থানীয়রা জানান, যশোরের স্থানীয় বিএনপির বেশ কিছু নেতা-কর্মী বিএনপির ডাকা অবরোধের সমর্থনে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চি নামক স্থান থেকে কৃষ্ণবাটি ইটভাটা পর্যন্ত মশাল মিছিল করেন। তাঁরা মশাল জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দিতে থাকেন। 

স্থানীয়রা আরও জানান, ১০-১৫ জন যুবক মশাল হাতে স্লোগান দিয়ে মিছিল বের করে। প্রায় ১৫-২০ মিনিটের এই মিছিলটি শেষ করেই সবাই সটকে পড়েন। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মশাল হাতে মিছিলের তথ্য জানা নেই। এমনকি কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই। 

এদিকে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে যশোর বাস টার্মিনাল থেকে আজ বুধবার পর্যন্ত কোনো রুটে নির্ধারিত সময়ে কোনো বাস ছাড়েনি। ফলে মহাসড়কে যান চলাচলাচল ছিল একেবারেই কম। সেই সঙ্গে যাত্রীও তেমন একটা নেই। 

পরিবহনশ্রমিকেরা বলছেন, যাত্রী না থাকায় তাঁরা বাস ছাড়তে পারছেন না। তবে যাত্রী পেলে মাঝেমধ্যে দু-একটা বাস ছাড়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত