Ajker Patrika

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরায় ২০ জেলে আটক 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরায় ২০ জেলে আটক 

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন সংলগ্ন পশুর নদে প্রবেশ করে কাঁকড়া ধরায় ২০ জেলেকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের বনরক্ষীরা তাঁদের আটক করে। এ সময় কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ১১টি নৌকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটকেরা হলেন—সোহাগ খান, মামুন ফকির, কৃষ্ণ মন্ডল, নুর সাদেক, শহীদ শেখ, হরমুজ মুছল্লি, সুজন গাজী, আবদুল্লা শেখ, ছেলে রবিউল শেখ, মোকলেস শেখ, সাইফুল ফকির, হাসান শেখ, মো. বোরহান, মো. শাহদত, জসিম মল্লিক, ছয়ফুল্লা মল্লিক, জোবায়ের সরদার, সবুজ শেখ, হোসেন গাজী ও ইয়াসিন গাজী। তাদের বাড়ি মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, কাঁকড়ার প্রজনন মৌসুম চলছে। ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি এ দুই মাস কাঁকড়া ধরা বা কোনো জলযান দিয়ে পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন কয়েকটি এলাকার লোকজন অবৈধভাবে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করছিল। গোপনে খবর পেয়ে পশুর নদী সংলগ্ন রেখামারি খাল থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে কাঁকড়া ধরার ফাঁদ, কুইচা (কাঁকড়ার খাবার) ও ক্যারেট সহ বিভিন্ন সরঞ্জামসহ ১১টি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানান ঢাংমারী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. মহসিন আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত