Ajker Patrika

বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলসংলগ্ন সড়কে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ময়লা ফেলে যান। দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাস করা ও পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। এই সড়কের দুই পাশে পুরোনো পুলিশ লাইনস, পুলিশ লাইনস স্কুল ও বিদ্যুৎ অফিস থাকায় এখানে মানুষের চলাচলও বেশি। দীর্ঘদিন ধরে ভোগান্তির পরও সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

বক্তারা আরও জানান, আগেও এই সমস্যা সমাধানে কর্মসূচি পালন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তাতে সুফল মেলেনি। মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধ না হলে তাঁরা ওই ময়লা ভ্যানে করে পৌরসভার সামনে ফেলে প্রতিবাদ করবেন।

বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

বক্তব্য দেন শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ, শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহা প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বলেন, যেখানে ময়লা ফেলা হতো, সেটি পৌরসভার সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। শিক্ষার্থীরা আপত্তি করায় পরিচ্ছন্নতাকর্মীদের ওই এলাকায় বর্জ্য ফেলতে নিষেধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত