Ajker Patrika

কুলিয়ারচরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা
জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পেছনে ঘাসখেত থেকে জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদরের বড়খারচর মহল্লার বাচ্চু মিয়ার বাড়ির সামনে ঘাসখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. জাহাঙ্গীর (৪০) পৌর সদরের বড়খারচর মহল্লার দুখু মিয়ার ছেলে। তিনি গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহত জাহাঙ্গীর পেশায় বাঁশ ব্যবসায়ী এবং দুই ছেলে ও তিন মেয়ের জনক।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে সন্ধ্যায় পরিবার থেকে ফোন দেয়। কিন্তু ফোনটি রিসিভ করেননি জাহাঙ্গীর। পরে রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন।

আজ দুপুরে বিষয়টি থানায় অবগত করে পরিবার। বিকেলে বড়খারচরের (কান্দা) পতিত জমিতে স্থানীয় ছেলেরা ফুটবল খেলার সময় বলটি ঘাসখেতে পড়লে বল আনতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে থানা-পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিসে আসে পুলিশ।

প্রত্যক্ষদর্শী রবি বলেন, ‘বিকেলে আমরা বাড়ির পেছনে ফুটবল খেলছিলাম। হঠাৎ বল ঘাসখেতে গেলে খুঁজতে গিয়ে প্রথমে আমি লাশটি দেখলে পাই। পরে সহপাঠীদের ডাক দিলে তারাও খেলা থেকে ছুটে আসে। পরে জানতে পারি তিনি আমাদের এলাকার বড় ভাই।’

নিহত জাহাঙ্গীরের বাবা দুখু মিয়া বলেন, ‘গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পেছনে হাঁটতে বের হয় আমার ছেলে। সন্ধ্যার পর ফোন দিলে ফোন বাজতে থাকে, কিন্তু কেউ রিসিভ করেনি। রাতভর খুঁজেও কোনো সন্ধান মেলেনি।’

দুখু মিয়া আরও বলেন, ‘আমার ছেলের এমনিতে কোনো শত্রু নেই। সে খুবই শান্ত ও মিশুক প্রকৃতির মানুষ। আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে, জানা নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত