যশোর প্রতিনিধি
রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আর আগের রাতে ভোটারদের হোটেলে নিয়ে বিশেষ আপ্যায়ন করলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য (বাঘারপাড়া-অভয়নগর) রনজিৎ কুমার রায়। তিনি আজ রোববার সন্ধ্যায় বাঘারপাড়ার অর্ধশত ভোটারকে শহরের অভিজাত ওরিয়ন হোটেলে এনে রাত্রিযাপন ও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছেন। হোটেলে রাত্রিযাপন শেষে আগামীকাল সোমবার সকালে তাঁরা বাঘারপাড়ায় গিয়ে ভোট দেবেন— এমনটাই জানা গেছে।
এই ঘটনার পর এমপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বাঘারপাড়ার ভোট স্থগিতের আবেদন করেছেন ওই আসনের সদস্য প্রার্থী রাকিব হাসান শাওন। তিনি নির্বাচনে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার রাতে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন জানিয়েছেন।
এমপি রনজিৎ রায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে এই আয়োজন করেছেন বলে জানা গেছে।
আজ রাত ৯টার দিকে হোটেল ওরিয়নের গিয়ে দেখা গেছে, সেখানে জেলা পরিষদ নির্বাচনে ভোটের জন্য বাঘারপাড়ার অর্ধশত জনপ্রতিনিধি একত্রিত হয়েছেন। ৮ তলার ৭ নম্বর কক্ষে তাঁরা এমপি মনোনীত সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে সভা করছেন। হোটেলের নিচে এমপি ও পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুর গাড়ি পার্ক করা দেখা গেছে। এমপি রনজিৎ কুমার রায় তাঁদের দাওয়াত দিয়ে এনেছেন বলে স্বীকারও করেছেন একাধিক ভোটার।
বাঘারপাড়া পৌরসভার কাউন্সিলর তাসলিমা খাতুন বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে বাঘারপাড়ার মোট ভোটার ১৩৩ জন। এর মধ্যে ৫০ জনের বেশি সদস্য হোটেল ওরিয়নে এসেছেন। এমপি রনজিৎ কুমার রায় তাঁর মনোনীত সদস্য প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে কাজ করার জন্য বলেছেন। এখানে রাত্রিযাপন শেষে সোমবার সকালে গিয়ে আমরা ভোট দেব।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেছেন, এমপি ভোটারদের থাকা-খাওয়াসহ অন্যান্য খরচ বহন করছেন। অনেকের ইচ্ছার বিরুদ্ধে হোটেলে আসতে বাধ্য করেছেন। এমপির সঙ্গে বাঘারপাড়ার পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুও রয়েছেন।
বাঘারপাড়া আসনের সদস্য প্রার্থী রাকিব হাসান শাওন অভিযোগ করে বলেছেন, ‘হোটেল ওরিয়ন থেকে ভোটার জামদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য তোরাব মোল্লা তাঁকে ফোনে বলেছেন, এমপি রণজিৎ কুমার রায় তাঁদের যশোরের হোটেলে এনে রেখেছেন। তাঁদের সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে কাজ করতে বলছেন। ভোট বাতিলের দাবিতে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে যশোর ৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর) এমপি রনজিৎ কুমার রায় বলেন, ‘আমি কাউকে ডেকে আনেনি। হোটেল থেকে সবাই ভোট দিতে যাবেন।’
এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না জানতে চাইলে এমপি রনজিৎ বলেন, ‘আপনারা যা খুশি লিখতে পারেন। ভোটারেরা কী জন্য হোটেলে এসেছেন তা তাঁরাই ভালো বলতে পারবেন।’
এমপির এমন আচরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান বলেন, ‘এই ঘটনাটি আমাদের জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে আপনারা পুলিশকে জানাতে পারেন। তবে আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে জানাচ্ছি।’
জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তমিজুল ইসলামকে বিষয়টি জানালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আর আগের রাতে ভোটারদের হোটেলে নিয়ে বিশেষ আপ্যায়ন করলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য (বাঘারপাড়া-অভয়নগর) রনজিৎ কুমার রায়। তিনি আজ রোববার সন্ধ্যায় বাঘারপাড়ার অর্ধশত ভোটারকে শহরের অভিজাত ওরিয়ন হোটেলে এনে রাত্রিযাপন ও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছেন। হোটেলে রাত্রিযাপন শেষে আগামীকাল সোমবার সকালে তাঁরা বাঘারপাড়ায় গিয়ে ভোট দেবেন— এমনটাই জানা গেছে।
এই ঘটনার পর এমপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বাঘারপাড়ার ভোট স্থগিতের আবেদন করেছেন ওই আসনের সদস্য প্রার্থী রাকিব হাসান শাওন। তিনি নির্বাচনে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার রাতে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন জানিয়েছেন।
এমপি রনজিৎ রায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে এই আয়োজন করেছেন বলে জানা গেছে।
আজ রাত ৯টার দিকে হোটেল ওরিয়নের গিয়ে দেখা গেছে, সেখানে জেলা পরিষদ নির্বাচনে ভোটের জন্য বাঘারপাড়ার অর্ধশত জনপ্রতিনিধি একত্রিত হয়েছেন। ৮ তলার ৭ নম্বর কক্ষে তাঁরা এমপি মনোনীত সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে সভা করছেন। হোটেলের নিচে এমপি ও পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুর গাড়ি পার্ক করা দেখা গেছে। এমপি রনজিৎ কুমার রায় তাঁদের দাওয়াত দিয়ে এনেছেন বলে স্বীকারও করেছেন একাধিক ভোটার।
বাঘারপাড়া পৌরসভার কাউন্সিলর তাসলিমা খাতুন বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে বাঘারপাড়ার মোট ভোটার ১৩৩ জন। এর মধ্যে ৫০ জনের বেশি সদস্য হোটেল ওরিয়নে এসেছেন। এমপি রনজিৎ কুমার রায় তাঁর মনোনীত সদস্য প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে কাজ করার জন্য বলেছেন। এখানে রাত্রিযাপন শেষে সোমবার সকালে গিয়ে আমরা ভোট দেব।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেছেন, এমপি ভোটারদের থাকা-খাওয়াসহ অন্যান্য খরচ বহন করছেন। অনেকের ইচ্ছার বিরুদ্ধে হোটেলে আসতে বাধ্য করেছেন। এমপির সঙ্গে বাঘারপাড়ার পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুও রয়েছেন।
বাঘারপাড়া আসনের সদস্য প্রার্থী রাকিব হাসান শাওন অভিযোগ করে বলেছেন, ‘হোটেল ওরিয়ন থেকে ভোটার জামদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য তোরাব মোল্লা তাঁকে ফোনে বলেছেন, এমপি রণজিৎ কুমার রায় তাঁদের যশোরের হোটেলে এনে রেখেছেন। তাঁদের সাইফুজ্জামান চৌধুরী ভোলার পক্ষে কাজ করতে বলছেন। ভোট বাতিলের দাবিতে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে যশোর ৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর) এমপি রনজিৎ কুমার রায় বলেন, ‘আমি কাউকে ডেকে আনেনি। হোটেল থেকে সবাই ভোট দিতে যাবেন।’
এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না জানতে চাইলে এমপি রনজিৎ বলেন, ‘আপনারা যা খুশি লিখতে পারেন। ভোটারেরা কী জন্য হোটেলে এসেছেন তা তাঁরাই ভালো বলতে পারবেন।’
এমপির এমন আচরণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আনিচুর রহমান বলেন, ‘এই ঘটনাটি আমাদের জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে আপনারা পুলিশকে জানাতে পারেন। তবে আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে জানাচ্ছি।’
জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক তমিজুল ইসলামকে বিষয়টি জানালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে