Ajker Patrika

প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ বন্ধ করতে পারবেন: সিইসি

খুলনা প্রতিনিধি
Thumbnail image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিসাইডিং অফিসারদের। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট গ্রহণ বন্ধ করতে পারবেন। দায়িত্ব পালনের সময় কর্তৃত্ব প্রয়োগ করতে হলে করুন।’ 

আজ বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। 

তিনি বলেন, ‘কেসিসি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ব্যালট কক্ষে ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। ভোটার যদি প্রতিবন্ধী হন তবে, তাকে সাহায্যের জন্য একজন যেতে পারবেন। এই বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। ভোট গ্রহণের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব হালকাভাবে নিলে হবে না।’ 

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যারা ভোটার, তাদের ভোট প্রদানের অধিকার। সেই অধিকারকে কোনোভাবে বিঘ্নিত করা যাবে না। সেই অধিকারকে কোনোভাবে প্রতিহত করা যাবে না। কোনো বাধা-বিপত্তি যেন না হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়।’ 

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কোনো রকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। মানুষের মধ্যে আস্থা থাকতে হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে ভোটাররা, তারা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন।’ 

এ সময় খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক, পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত