শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকারে যাওয়া মফিজুর রহমান (৩৩) ও মৃণাল সরদার (৩২) নামের দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কোষ্টাখালী খাল থেকে চার বন্দুকধারী মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করে।
এ সময় জয়দেব, মুকুল, রেজাউল নামের আরও তিন জেলেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় ওই বনদস্যুরা। মফিজুর ও মৃণাল যথাক্রমে শ্যামনগর ও কয়রা উপজেলার বাসিন্দা।
ফিরে আসা জেলে আব্দুর রহিম বলেন, তাঁরা দুই দিন আগে সুন্দরবনে কাঁকড়া শিকারে যান। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কোষ্টাখালী ও চুনকুড়ি নদী থেকে অজ্ঞাতপরিচয় চারজন তাঁদের পাঁচজনকে জিম্মি করে। একপর্যায়ে মাথাপিছু ১০ হাজার করে টাকা নিয়ে তিনজনকে ছাড়লেও মফিজুর ও মৃণালকে তারা জিম্মি করে রাখে।
আরেক জেলে আবুল বাসার বলেন, জেলেদের জিম্মি ঘটনায় চারজন জড়িত। একটি ডিঙি নৌকায় অবস্থান করলেও তাঁদের কাছে দুটি একনলা বন্দুক রয়েছে। শুরুতে নৌকাপ্রতি ৫০ হাজার টাকা দাবি করলেও পরবর্তী সময়ে ১০ হাজার করে নিয়ে জিম্মিদশা থেকে তিনজনকে মুক্তি দিয়েছে। জিম্মি করার পরপরই সব জেলেকে গরানের লাঠি দিয়ে মারধর করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাসানুর রহমান বলেন, কোনো জেলে জিম্মি হওয়া বা মুক্তিপণ দিয়ে ফিরে আসার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে কোনো জেলে পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকারে যাওয়া মফিজুর রহমান (৩৩) ও মৃণাল সরদার (৩২) নামের দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কোষ্টাখালী খাল থেকে চার বন্দুকধারী মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করে।
এ সময় জয়দেব, মুকুল, রেজাউল নামের আরও তিন জেলেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় ওই বনদস্যুরা। মফিজুর ও মৃণাল যথাক্রমে শ্যামনগর ও কয়রা উপজেলার বাসিন্দা।
ফিরে আসা জেলে আব্দুর রহিম বলেন, তাঁরা দুই দিন আগে সুন্দরবনে কাঁকড়া শিকারে যান। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কোষ্টাখালী ও চুনকুড়ি নদী থেকে অজ্ঞাতপরিচয় চারজন তাঁদের পাঁচজনকে জিম্মি করে। একপর্যায়ে মাথাপিছু ১০ হাজার করে টাকা নিয়ে তিনজনকে ছাড়লেও মফিজুর ও মৃণালকে তারা জিম্মি করে রাখে।
আরেক জেলে আবুল বাসার বলেন, জেলেদের জিম্মি ঘটনায় চারজন জড়িত। একটি ডিঙি নৌকায় অবস্থান করলেও তাঁদের কাছে দুটি একনলা বন্দুক রয়েছে। শুরুতে নৌকাপ্রতি ৫০ হাজার টাকা দাবি করলেও পরবর্তী সময়ে ১০ হাজার করে নিয়ে জিম্মিদশা থেকে তিনজনকে মুক্তি দিয়েছে। জিম্মি করার পরপরই সব জেলেকে গরানের লাঠি দিয়ে মারধর করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাসানুর রহমান বলেন, কোনো জেলে জিম্মি হওয়া বা মুক্তিপণ দিয়ে ফিরে আসার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে কোনো জেলে পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আয়োজিত এক মানববন্ধনে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা দুর্ব্যবহারের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আজ রোববার ভুক্তভোগী সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
৩৪ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল ...
৪১ মিনিট আগেগত ১৭ বছর যে নেতা হামলা-মামলা ও গুমের শিকার হয়েছেন, তাঁর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। এই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান, তবে আমরা (ছাত্রদল) আগামীকাল সোমবার পদযাত্রা অংশ নিতে এলে তাঁদের ফেনীতে প্রবেশ করতে দেব না।’
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার চার দিন পর সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পৃথক চারটি হত্যা মামলা করেছে পুলিশ। সবকটি মামলায় নিহত ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে
১ ঘণ্টা আগে