Ajker Patrika

দুবলারচরে হরিণের মাংসসহ ট্রলার জব্দ করেছে বনরক্ষীরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
দুবলারচরে হরিণের মাংসসহ ট্রলার জব্দ করেছে বনরক্ষীরা

সুন্দরবনের দুবলারচরের নীলবাড়ীয়ায় শিকারিদের কবল থেকে হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে বন বিভাগের স্মার্ট টিম। আজ সোমবার সকালে এই মাংস এবং ট্রলার জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রলের টিম-২ এর টিম লিডার শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার সকালে দুবলারচর এলাকায় নিয়মিত টহলকালে নীলবাড়ীয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামাতে বলে। ট্রলারটি সুন্দরবনের কিনারে ভিড়িয়ে ট্রলারে থাকা আরোহীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারটিকে জব্দ করে তল্লাশি চালিয়ে চামড়াসহ আট কেজি পরিমাণ হরিণের মাংস উদ্ধার করে। 

জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার নজরুল ইসলাম জানান, জব্দকৃত ট্রলার ও মাংস জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে একটি বন মামলা রেকর্ড করে উদ্ধারকৃত মাংস কেরোসিন দিয়ে দুবলারচরের বনে মাটি চাপা দেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত