Ajker Patrika

১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে যেতে পারবেন পর্যটকেরা 

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে যেতে পারবেন পর্যটকেরা 

আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে ঘুরতে যেতে পারবেন পর্যটকেরা। বিভিন্ন স্পটে ঘোরাফেরা এবং জেলেদের মাছ শিকারসহ বনজ সম্পদ আহরণের পাশ পারমিটও দেওয়া হবে এই দিন থেকে। গতকাল রোববার বিকেলে বন বিভাগের এক সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন। 

বেলায়েত হোসেন জানান, করোনা পরিস্থিতির কারণে গত এপ্রিল মাস থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ছিল। বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 

দীর্ঘ ৫ মাস পর খুলছে সুন্দরবননিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পর্যটকেরা সুন্দরবনের দর্শণীয় কটকা, কচিখালী, দুবলা, হিরণপয়েন্ট, করমজল, হাড়বাড়িয়াসহ বিভিন্ন স্থানে যেতে পারবেন। এ ছাড়া জেলেরা মাছ শিকারের জন্য ১ সেপ্টেম্বর থেকে বনে প্রবেশ করতে পারবেন। 

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন খুলনার সভাপতি এম নাজমুল আযম ডেভিড বলেন, খুলনায় শতাধিক ট্যুর অপারেটর রয়েছে। এর মধ্যে ৬৩টি রয়েছে রেজিষ্ট্রিকৃত। পর্যটনের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় দেড় হাজার কর্মকর্তা কর্মচারী। সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় পর্যটন ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত