পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দাম কম হওয়ায় একসঙ্গে চার কেজি গরুর মাংস কিনেছিলেন খুলনার পাইকগাছার আজিজুল শেখ। এক কেজি খাওয়ার পর জানতে পারেন গরুটি মৃত ছিল। তাঁর মতো এলাকার অনেকে ওই গরুর মাংস কেনেন। বিষয়টি জানার পর শুরু হয় তুলকালাম। এলাকাবাসী ও কসাইয়ের মধ্যে চলে দ্বন্দ্ব।
এলাকাবাসী দুষছেন কসাই মরা গরুর মাংস বিক্রি করেছেন। এদিকে কসাইয়েরা বলছেন অভিযোগটি মিথ্যা। পরে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মাংস পুড়িয়ে ফেলা হয়। এর আগে গত বুধবার উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড়ে এ মাংস বিক্রি করা হয়।
এলাকাবাসী জানান, বুধবার উপজেলার কুমখালী গ্রামের রমেশ বৈদ্যর দুটি গরু বাড়ির পাশে বিলে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখে। প্রচণ্ড গরম আর রোদে গরু দুটি অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক গরুর মালিক চিকিৎসক ডেকে আনেন। চিকিৎসকের পরামর্শে গরুর গায়ে পানি ঢালা হয়। তখন একটি গরু সুস্থ হলেও আরেকটি গরু মারা যায়।
এ সময় গড়ুইখালী এলাকার কসাই ইলিয়াস গাজী, মকছেদ গাজী, খানজে গাজী ও জাকির সানা ওই মাঠে গরুর মালিকের অনুমতিতে জবাই করেন। পরে ওই গরুর মাংস ইছা গাজী নামে এক ভ্যানচালকের মাধ্যমে আল-আমীন মোড়ে প্রতি কেজি ৫০০ টাকা দরে ২০ জনের মধ্য বিক্রি করে দেন। পরে মরা গরু জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী ওই মাংস রাস্তার পাশে ফেলে রাখেন।
এলাকার আজিজুল শেখ বলেন, ‘আমিও অল্প টাকায় মাংস পেয়ে আমিও সাড়ে চার কেজি মাংস কিনেছিলাম ২০০০ টাকায়। ১ কেজি মাংস রান্না করে খেয়েছি বাকি তিন কেজি মাংস রাস্তায় ফেলে দিয়েছি।’
নজরুল শেখ নামের এক ক্রেতা বলেন, ‘অল্প দামে মাংস পাওয়ায় আমি সাড়ে চার কেজি মাংস কিনেছিলাম। কিন্তু পরে জানতে পারলাম ওই মাংস মরা গরুর। তাই রান্না না করে আল-আমীন মোড়ের রাস্তার ওপর ফেলে রেখে যাই।’
গরুর মালিক রমেশ বৈদ্য বলেন, ‘আমার দুটি গরু স্ট্রোক করেছিল। একটা গরু বাঁচাতে পেরেছি অন্যটা বাঁচাতে পারিনি। তাই মাঠে ফেলে দিয়ে আসি। গড়ুইখালীর কিছু লোক এসে ওই গরু জবাই করে মাংস নিয়ে গেছে, তবে কী করেছে এটা আমি জানি না।’
কসাই মোকছেদ আলী গাজী বলেন, ‘গরুটি মরা না। অসুস্থ হয়ে পড়লে আমরা গরুর মালিকের কাছ থেকে নিয়ে জবাই করে ২০ জনে ভাগ করে নিয়েছিলাম।’
এ বিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরা গরুর মাংস জব্দ করা হয়। পরে মাংসগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। যারা মরা গরুর মাংস বিক্রি করেছে তারা আইনের আওতায় আসবে।
দাম কম হওয়ায় একসঙ্গে চার কেজি গরুর মাংস কিনেছিলেন খুলনার পাইকগাছার আজিজুল শেখ। এক কেজি খাওয়ার পর জানতে পারেন গরুটি মৃত ছিল। তাঁর মতো এলাকার অনেকে ওই গরুর মাংস কেনেন। বিষয়টি জানার পর শুরু হয় তুলকালাম। এলাকাবাসী ও কসাইয়ের মধ্যে চলে দ্বন্দ্ব।
এলাকাবাসী দুষছেন কসাই মরা গরুর মাংস বিক্রি করেছেন। এদিকে কসাইয়েরা বলছেন অভিযোগটি মিথ্যা। পরে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মাংস পুড়িয়ে ফেলা হয়। এর আগে গত বুধবার উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড়ে এ মাংস বিক্রি করা হয়।
এলাকাবাসী জানান, বুধবার উপজেলার কুমখালী গ্রামের রমেশ বৈদ্যর দুটি গরু বাড়ির পাশে বিলে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখে। প্রচণ্ড গরম আর রোদে গরু দুটি অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক গরুর মালিক চিকিৎসক ডেকে আনেন। চিকিৎসকের পরামর্শে গরুর গায়ে পানি ঢালা হয়। তখন একটি গরু সুস্থ হলেও আরেকটি গরু মারা যায়।
এ সময় গড়ুইখালী এলাকার কসাই ইলিয়াস গাজী, মকছেদ গাজী, খানজে গাজী ও জাকির সানা ওই মাঠে গরুর মালিকের অনুমতিতে জবাই করেন। পরে ওই গরুর মাংস ইছা গাজী নামে এক ভ্যানচালকের মাধ্যমে আল-আমীন মোড়ে প্রতি কেজি ৫০০ টাকা দরে ২০ জনের মধ্য বিক্রি করে দেন। পরে মরা গরু জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী ওই মাংস রাস্তার পাশে ফেলে রাখেন।
এলাকার আজিজুল শেখ বলেন, ‘আমিও অল্প টাকায় মাংস পেয়ে আমিও সাড়ে চার কেজি মাংস কিনেছিলাম ২০০০ টাকায়। ১ কেজি মাংস রান্না করে খেয়েছি বাকি তিন কেজি মাংস রাস্তায় ফেলে দিয়েছি।’
নজরুল শেখ নামের এক ক্রেতা বলেন, ‘অল্প দামে মাংস পাওয়ায় আমি সাড়ে চার কেজি মাংস কিনেছিলাম। কিন্তু পরে জানতে পারলাম ওই মাংস মরা গরুর। তাই রান্না না করে আল-আমীন মোড়ের রাস্তার ওপর ফেলে রেখে যাই।’
গরুর মালিক রমেশ বৈদ্য বলেন, ‘আমার দুটি গরু স্ট্রোক করেছিল। একটা গরু বাঁচাতে পেরেছি অন্যটা বাঁচাতে পারিনি। তাই মাঠে ফেলে দিয়ে আসি। গড়ুইখালীর কিছু লোক এসে ওই গরু জবাই করে মাংস নিয়ে গেছে, তবে কী করেছে এটা আমি জানি না।’
কসাই মোকছেদ আলী গাজী বলেন, ‘গরুটি মরা না। অসুস্থ হয়ে পড়লে আমরা গরুর মালিকের কাছ থেকে নিয়ে জবাই করে ২০ জনে ভাগ করে নিয়েছিলাম।’
এ বিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরা গরুর মাংস জব্দ করা হয়। পরে মাংসগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। যারা মরা গরুর মাংস বিক্রি করেছে তারা আইনের আওতায় আসবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে লিটন কুমার চৌধুরী নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে আজ সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। প্রেমের সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
১ ঘণ্টা আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে