ইবি প্রতিনিধি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মেসে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী অলিক কুমার শিকদার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, গত শনিবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের পাশের হোয়াইট হাউস মেসে শয্যাসংক্রান্ত বিষয় নিয়ে আইসিটি বিভাগের সোলাইমান হোসেন তাঁকে ৩০২ নম্বর কক্ষে ডেকে নেন। ওই কক্ষে সোলাইমান ছাড়াও আইসিটির তালাস, সমাজকল্যাণ বিভাগের রোমানসহ আরও ৭-৮ জন উপস্থিত ছিলেন। তাঁরা নানা বিষয় নিয়ে মতবিরোধের জেরে অলিকের ওপর মানসিক চাপ সৃষ্টি এমনকি মারতে উদ্যত হন। তাঁকে মেস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরে তিনি অসুস্থবোধ করলে তাঁকে কক্ষ থেকে বের করে দেন।
অলিক বলেন, ‘অতিরিক্ত মানসিক চাপের কারণে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং চিকিৎসাসেবা শেষে কিছুটা সুস্থবোধ করলে রুমে ফিরে যাই। পরদিন রোববার সকালে পুনরায় অসুস্থবোধ করি এবং জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমি কিছুটা সুস্থ বোধ করছি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভোগার কারণে চলমান ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছি না।’
জানতে চাইলে সোলাইমান বলেন, ‘ভুক্তভোগী সিট নিয়ে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করলে তাকে ডেকে সমাধান করার চেষ্টা করছিলাম। তখন উভয় পক্ষের মধ্যে কিছুটা তর্কাতর্কির সৃষ্টি হলে তাকে রুমে পাঠিয়ে দিই। পরে শুনেছি প্যানিক অ্যাটাক হয়েছে। মেসের সিট নিয়ে ব্যক্তিগত আক্রোশে এমনটা প্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রক্টরিয়াল বডি বসে সিদ্ধান্ত নেবে।’
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মেসে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী অলিক কুমার শিকদার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, গত শনিবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের পাশের হোয়াইট হাউস মেসে শয্যাসংক্রান্ত বিষয় নিয়ে আইসিটি বিভাগের সোলাইমান হোসেন তাঁকে ৩০২ নম্বর কক্ষে ডেকে নেন। ওই কক্ষে সোলাইমান ছাড়াও আইসিটির তালাস, সমাজকল্যাণ বিভাগের রোমানসহ আরও ৭-৮ জন উপস্থিত ছিলেন। তাঁরা নানা বিষয় নিয়ে মতবিরোধের জেরে অলিকের ওপর মানসিক চাপ সৃষ্টি এমনকি মারতে উদ্যত হন। তাঁকে মেস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরে তিনি অসুস্থবোধ করলে তাঁকে কক্ষ থেকে বের করে দেন।
অলিক বলেন, ‘অতিরিক্ত মানসিক চাপের কারণে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং চিকিৎসাসেবা শেষে কিছুটা সুস্থবোধ করলে রুমে ফিরে যাই। পরদিন রোববার সকালে পুনরায় অসুস্থবোধ করি এবং জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমি কিছুটা সুস্থ বোধ করছি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভোগার কারণে চলমান ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছি না।’
জানতে চাইলে সোলাইমান বলেন, ‘ভুক্তভোগী সিট নিয়ে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করলে তাকে ডেকে সমাধান করার চেষ্টা করছিলাম। তখন উভয় পক্ষের মধ্যে কিছুটা তর্কাতর্কির সৃষ্টি হলে তাকে রুমে পাঠিয়ে দিই। পরে শুনেছি প্যানিক অ্যাটাক হয়েছে। মেসের সিট নিয়ে ব্যক্তিগত আক্রোশে এমনটা প্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রক্টরিয়াল বডি বসে সিদ্ধান্ত নেবে।’
পেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল...
১ সেকেন্ড আগেবাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
৫ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) ভূগর্ভস্থ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের জন্য দর আহ্বান করা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে। এতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৭ লাখ...
৫ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শক্তি চরমোনাই পীরের দরবার শরিফ ঘিরে। আর চরমোনাই এলাকাটির অবস্থান বরিশাল-৫ (নগর ও সদর) আসনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হাতপাখা প্রতীকের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে পীরের দল। সে জন্য তারা জামায়াতে ইসলামীর পর এবার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা...
৫ ঘণ্টা আগে