Ajker Patrika

মেসে ইবি শিক্ষার্থীর ওপর মানসিক নির্যাতন

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মেসে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী অলিক কুমার শিকদার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, গত শনিবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের পাশের হোয়াইট হাউস মেসে শয্যাসংক্রান্ত বিষয় নিয়ে আইসিটি বিভাগের সোলাইমান হোসেন তাঁকে ৩০২ নম্বর কক্ষে ডেকে নেন। ওই কক্ষে সোলাইমান ছাড়াও আইসিটির তালাস, সমাজকল্যাণ বিভাগের রোমানসহ আরও ৭-৮ জন উপস্থিত ছিলেন। তাঁরা নানা বিষয় নিয়ে মতবিরোধের জেরে অলিকের ওপর মানসিক চাপ সৃষ্টি এমনকি মারতে উদ্যত হন। তাঁকে মেস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরে তিনি অসুস্থবোধ করলে তাঁকে কক্ষ থেকে বের করে দেন।

অলিক বলেন, ‘অতিরিক্ত মানসিক চাপের কারণে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং চিকিৎসাসেবা শেষে কিছুটা সুস্থবোধ করলে রুমে ফিরে যাই। পরদিন রোববার সকালে পুনরায় অসুস্থবোধ করি এবং জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমি কিছুটা সুস্থ বোধ করছি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভোগার কারণে চলমান ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছি না।’

জানতে চাইলে সোলাইমান বলেন, ‘ভুক্তভোগী সিট নিয়ে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করলে তাকে ডেকে সমাধান করার চেষ্টা করছিলাম। তখন উভয় পক্ষের মধ্যে কিছুটা তর্কাতর্কির সৃষ্টি হলে তাকে রুমে পাঠিয়ে দিই। পরে শুনেছি প্যানিক অ্যাটাক হয়েছে। মেসের সিট নিয়ে ব্যক্তিগত আক্রোশে এমনটা প্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রক্টরিয়াল বডি বসে সিদ্ধান্ত নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত