ইবি প্রতিনিধি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মেসে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী অলিক কুমার শিকদার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, গত শনিবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের পাশের হোয়াইট হাউস মেসে শয্যাসংক্রান্ত বিষয় নিয়ে আইসিটি বিভাগের সোলাইমান হোসেন তাঁকে ৩০২ নম্বর কক্ষে ডেকে নেন। ওই কক্ষে সোলাইমান ছাড়াও আইসিটির তালাস, সমাজকল্যাণ বিভাগের রোমানসহ আরও ৭-৮ জন উপস্থিত ছিলেন। তাঁরা নানা বিষয় নিয়ে মতবিরোধের জেরে অলিকের ওপর মানসিক চাপ সৃষ্টি এমনকি মারতে উদ্যত হন। তাঁকে মেস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরে তিনি অসুস্থবোধ করলে তাঁকে কক্ষ থেকে বের করে দেন।
অলিক বলেন, ‘অতিরিক্ত মানসিক চাপের কারণে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং চিকিৎসাসেবা শেষে কিছুটা সুস্থবোধ করলে রুমে ফিরে যাই। পরদিন রোববার সকালে পুনরায় অসুস্থবোধ করি এবং জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমি কিছুটা সুস্থ বোধ করছি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভোগার কারণে চলমান ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছি না।’
জানতে চাইলে সোলাইমান বলেন, ‘ভুক্তভোগী সিট নিয়ে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করলে তাকে ডেকে সমাধান করার চেষ্টা করছিলাম। তখন উভয় পক্ষের মধ্যে কিছুটা তর্কাতর্কির সৃষ্টি হলে তাকে রুমে পাঠিয়ে দিই। পরে শুনেছি প্যানিক অ্যাটাক হয়েছে। মেসের সিট নিয়ে ব্যক্তিগত আক্রোশে এমনটা প্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রক্টরিয়াল বডি বসে সিদ্ধান্ত নেবে।’
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মেসে মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী অলিক কুমার শিকদার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, গত শনিবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের পাশের হোয়াইট হাউস মেসে শয্যাসংক্রান্ত বিষয় নিয়ে আইসিটি বিভাগের সোলাইমান হোসেন তাঁকে ৩০২ নম্বর কক্ষে ডেকে নেন। ওই কক্ষে সোলাইমান ছাড়াও আইসিটির তালাস, সমাজকল্যাণ বিভাগের রোমানসহ আরও ৭-৮ জন উপস্থিত ছিলেন। তাঁরা নানা বিষয় নিয়ে মতবিরোধের জেরে অলিকের ওপর মানসিক চাপ সৃষ্টি এমনকি মারতে উদ্যত হন। তাঁকে মেস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরে তিনি অসুস্থবোধ করলে তাঁকে কক্ষ থেকে বের করে দেন।
অলিক বলেন, ‘অতিরিক্ত মানসিক চাপের কারণে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং চিকিৎসাসেবা শেষে কিছুটা সুস্থবোধ করলে রুমে ফিরে যাই। পরদিন রোববার সকালে পুনরায় অসুস্থবোধ করি এবং জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে ইবি চিকিৎসাকেন্দ্রে দেখতে পাই এবং অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমি কিছুটা সুস্থ বোধ করছি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভোগার কারণে চলমান ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছি না।’
জানতে চাইলে সোলাইমান বলেন, ‘ভুক্তভোগী সিট নিয়ে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ করলে তাকে ডেকে সমাধান করার চেষ্টা করছিলাম। তখন উভয় পক্ষের মধ্যে কিছুটা তর্কাতর্কির সৃষ্টি হলে তাকে রুমে পাঠিয়ে দিই। পরে শুনেছি প্যানিক অ্যাটাক হয়েছে। মেসের সিট নিয়ে ব্যক্তিগত আক্রোশে এমনটা প্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রক্টরিয়াল বডি বসে সিদ্ধান্ত নেবে।’
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দীর্ঘ ৫৪ বছরে যেটা করা সম্ভব হয়নি, তা মাত্র দেড় বছরে করা সম্ভব নয়। সবকিছু সমাধান করা না গেলেও সমস্যা সমাধানে রূপরেখা করে যাওয়া সম্ভব। যা ইতিমধ্যেই আমরা শুরু করেছি।’
১০ মিনিট আগেভুক্তভোগী কৃষক মো. মোহর আলী বলেন, ‘আমার প্রজেক্টের সাত বিঘা ধানখেত পুড়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে, ওই ধানে চিটা ধরেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকেরা ইউএনওর কাছে আবেদন করেছি।’ কথা হয় হরগজ পূর্ব নগরের শামীম নামের এক কৃষকের সঙ্গে।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে একজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ইব্রাহিম টেক্সটাইলের ভেতরে রয়েল টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়। সেই সঙ্গে জব্দ করা হয় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১ লাখ
৩৭ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য তৈরি করা ব্যায়ামাগার দখল করে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। শিক্ষার্থীদের অভিযোগ, এই কক্ষটি ছাত্রলীগ ব্যবহার করত ‘টর্চার সেল’ হিসেবে। এই কক্ষেই শিক্ষার্থীদের ধরে এনে নির্যাতন চালানো হতো।
৩৭ মিনিট আগে