Ajker Patrika

অবৈধ অনুপ্রবেশে চৌগাছায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
অবৈধ অনুপ্রবেশে চৌগাছায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

যশোরের চৌগাছায় জহির উদ্দিন (২০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার নারায়ণকাঠি গ্রামের হাসানুজ্জামানের ছেলে। 
 
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শাহাজাদপুর বিওপি সদস্যরা তাঁকে আটকের পর তাকে পুশব্যাকের জন্য কয়েক দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়। চেষ্টা সফল না হওয়ায় গভীর রাতে তাঁকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়। 
 
মামলায় বিজিবি বলেছে, গতকাল বেলা ১১টার দিকে ইজিবাইকে শাহাজাদপুর বিওপির সামনের পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তাঁর কাছে কোনো ভারতীয় পাসপোর্ট নেই, অবৈধভাবে বিনা পাসপোর্টে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। তার কাছে ‘ভারতীয় বিশিষ্ট পরিচয় প্রাধিকরণ’ কার্ডের ফটোকপি পাওয়া যায়। পরে বিজিবি তাঁকে আটক করে। 

তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, জহির উদ্দিন বিনা পাসপোর্টে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সেখান থেকে দেশে ফিরতে না পেরে একটি ইজিবাইকে চেপে চৌগাছা হয়ে বেনাপোল বন্দরের দিকে যাচ্ছিলেন ভারতে প্রবেশের জন্য। এ সময় শাহাজাদপুর বিওপির সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে ভারতে পুশব্যাকের জন্য বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠকের চেষ্টা করে বিজিবি। এতে সফল না হয়ে অবশেষ দ্যা কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, শাহাজাদপুর বিওপির হাবিলদার কবির হোসেনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত