যশোর প্রতিনিধি
কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির অভিযোগে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মারধরের পর ওই নারীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। ভুক্তভোগী বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
গতকাল রোববার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম—জহুরা বেগম (৪৫) ওরফে কুটি বেগম। তিনি ওই এলাকার ভ্যানচালক সোহরব হোসেনের স্ত্রী।
স্থানীয়রা বলছে, চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে মনছুর আলী স্থানীয়দের তেল পড়া দিয়ে থাকেন। গতকাল রোববার রাতে কুটি বেগম নাতনির জন্য তেল পড়া আনতে প্রতিবেশী মনছুরের বাড়িতে যান। এ সময় মনছুরের ছেলে আলামিন ও প্রতিবেশী জাহিদুলের ছেলে রিয়াদ হোসেন তাঁকে চোর বলে আটক করে। আলামিনের দাবি করেন, কুটি বেগম তাদের রান্না ঘর থেকে কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে। এরপর তাঁকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী কুটি বেগমের স্বামী সোহরব হোসেন জানান, আটকের পর তাঁর স্ত্রীকে কয়েকজন দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে তাঁর মাথার চুল কেটে দেয়। রাতভর বেঁধে মারপিট করা হলেও প্রতিবেশীদের কেউ কুটি বেগমকে উদ্ধারে এগিয়ে আসেননি।
ভুক্তভোগী কুটি বেগম অভিযোগ করে বলেন, ‘কলিম গাজীর ছেলে হারুন ও তাঁর স্ত্রী লাবনী বেগম, মনছুর আলীর ছেলে আলামিন ও তাঁর স্ত্রী কেয়া খাতুন, আল আমিনের ভাবি সিমা বেগম আমাকে আটকে রেখে রাতভর নির্যাতন চালায়। পরে পাশের বাড়ির জাহিদুলের স্ত্রীর সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।’
কুটি বেগমের ভাতিজা দুলাল মিয়া বলেন, ‘সামান্য কিছু জিনিস চুরির মিথ্যা অভিযোগ এনে আমার ফুফুকে যেভাবে ঘণ্টার পর ঘণ্টা মারপিট ও নির্যাতন করেছে; তা অমানবিক। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় সোমবার বিকেলে ফুপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনার বিষয়ে চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ‘চুরির অপবাদে একজন মানুষকে এভাবে মারপিট ও নির্যাতন করা আইন পরিপন্থী। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির অভিযোগে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মারধরের পর ওই নারীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। ভুক্তভোগী বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
গতকাল রোববার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম—জহুরা বেগম (৪৫) ওরফে কুটি বেগম। তিনি ওই এলাকার ভ্যানচালক সোহরব হোসেনের স্ত্রী।
স্থানীয়রা বলছে, চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে মনছুর আলী স্থানীয়দের তেল পড়া দিয়ে থাকেন। গতকাল রোববার রাতে কুটি বেগম নাতনির জন্য তেল পড়া আনতে প্রতিবেশী মনছুরের বাড়িতে যান। এ সময় মনছুরের ছেলে আলামিন ও প্রতিবেশী জাহিদুলের ছেলে রিয়াদ হোসেন তাঁকে চোর বলে আটক করে। আলামিনের দাবি করেন, কুটি বেগম তাদের রান্না ঘর থেকে কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে। এরপর তাঁকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী কুটি বেগমের স্বামী সোহরব হোসেন জানান, আটকের পর তাঁর স্ত্রীকে কয়েকজন দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে তাঁর মাথার চুল কেটে দেয়। রাতভর বেঁধে মারপিট করা হলেও প্রতিবেশীদের কেউ কুটি বেগমকে উদ্ধারে এগিয়ে আসেননি।
ভুক্তভোগী কুটি বেগম অভিযোগ করে বলেন, ‘কলিম গাজীর ছেলে হারুন ও তাঁর স্ত্রী লাবনী বেগম, মনছুর আলীর ছেলে আলামিন ও তাঁর স্ত্রী কেয়া খাতুন, আল আমিনের ভাবি সিমা বেগম আমাকে আটকে রেখে রাতভর নির্যাতন চালায়। পরে পাশের বাড়ির জাহিদুলের স্ত্রীর সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।’
কুটি বেগমের ভাতিজা দুলাল মিয়া বলেন, ‘সামান্য কিছু জিনিস চুরির মিথ্যা অভিযোগ এনে আমার ফুফুকে যেভাবে ঘণ্টার পর ঘণ্টা মারপিট ও নির্যাতন করেছে; তা অমানবিক। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় সোমবার বিকেলে ফুপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনার বিষয়ে চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ‘চুরির অপবাদে একজন মানুষকে এভাবে মারপিট ও নির্যাতন করা আইন পরিপন্থী। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৫ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৬ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৬ ঘণ্টা আগে