যশোর প্রতিনিধি
কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির অভিযোগে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মারধরের পর ওই নারীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। ভুক্তভোগী বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
গতকাল রোববার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম—জহুরা বেগম (৪৫) ওরফে কুটি বেগম। তিনি ওই এলাকার ভ্যানচালক সোহরব হোসেনের স্ত্রী।
স্থানীয়রা বলছে, চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে মনছুর আলী স্থানীয়দের তেল পড়া দিয়ে থাকেন। গতকাল রোববার রাতে কুটি বেগম নাতনির জন্য তেল পড়া আনতে প্রতিবেশী মনছুরের বাড়িতে যান। এ সময় মনছুরের ছেলে আলামিন ও প্রতিবেশী জাহিদুলের ছেলে রিয়াদ হোসেন তাঁকে চোর বলে আটক করে। আলামিনের দাবি করেন, কুটি বেগম তাদের রান্না ঘর থেকে কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে। এরপর তাঁকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী কুটি বেগমের স্বামী সোহরব হোসেন জানান, আটকের পর তাঁর স্ত্রীকে কয়েকজন দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে তাঁর মাথার চুল কেটে দেয়। রাতভর বেঁধে মারপিট করা হলেও প্রতিবেশীদের কেউ কুটি বেগমকে উদ্ধারে এগিয়ে আসেননি।
ভুক্তভোগী কুটি বেগম অভিযোগ করে বলেন, ‘কলিম গাজীর ছেলে হারুন ও তাঁর স্ত্রী লাবনী বেগম, মনছুর আলীর ছেলে আলামিন ও তাঁর স্ত্রী কেয়া খাতুন, আল আমিনের ভাবি সিমা বেগম আমাকে আটকে রেখে রাতভর নির্যাতন চালায়। পরে পাশের বাড়ির জাহিদুলের স্ত্রীর সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।’
কুটি বেগমের ভাতিজা দুলাল মিয়া বলেন, ‘সামান্য কিছু জিনিস চুরির মিথ্যা অভিযোগ এনে আমার ফুফুকে যেভাবে ঘণ্টার পর ঘণ্টা মারপিট ও নির্যাতন করেছে; তা অমানবিক। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় সোমবার বিকেলে ফুপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনার বিষয়ে চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ‘চুরির অপবাদে একজন মানুষকে এভাবে মারপিট ও নির্যাতন করা আইন পরিপন্থী। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির অভিযোগে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় মারধরের পর ওই নারীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। ভুক্তভোগী বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
গতকাল রোববার রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম—জহুরা বেগম (৪৫) ওরফে কুটি বেগম। তিনি ওই এলাকার ভ্যানচালক সোহরব হোসেনের স্ত্রী।
স্থানীয়রা বলছে, চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে মনছুর আলী স্থানীয়দের তেল পড়া দিয়ে থাকেন। গতকাল রোববার রাতে কুটি বেগম নাতনির জন্য তেল পড়া আনতে প্রতিবেশী মনছুরের বাড়িতে যান। এ সময় মনছুরের ছেলে আলামিন ও প্রতিবেশী জাহিদুলের ছেলে রিয়াদ হোসেন তাঁকে চোর বলে আটক করে। আলামিনের দাবি করেন, কুটি বেগম তাদের রান্না ঘর থেকে কয়েকটি পেঁয়াজ ও কাঁচা মরিচ চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে। এরপর তাঁকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী কুটি বেগমের স্বামী সোহরব হোসেন জানান, আটকের পর তাঁর স্ত্রীকে কয়েকজন দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে তাঁর মাথার চুল কেটে দেয়। রাতভর বেঁধে মারপিট করা হলেও প্রতিবেশীদের কেউ কুটি বেগমকে উদ্ধারে এগিয়ে আসেননি।
ভুক্তভোগী কুটি বেগম অভিযোগ করে বলেন, ‘কলিম গাজীর ছেলে হারুন ও তাঁর স্ত্রী লাবনী বেগম, মনছুর আলীর ছেলে আলামিন ও তাঁর স্ত্রী কেয়া খাতুন, আল আমিনের ভাবি সিমা বেগম আমাকে আটকে রেখে রাতভর নির্যাতন চালায়। পরে পাশের বাড়ির জাহিদুলের স্ত্রীর সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।’
কুটি বেগমের ভাতিজা দুলাল মিয়া বলেন, ‘সামান্য কিছু জিনিস চুরির মিথ্যা অভিযোগ এনে আমার ফুফুকে যেভাবে ঘণ্টার পর ঘণ্টা মারপিট ও নির্যাতন করেছে; তা অমানবিক। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় সোমবার বিকেলে ফুপুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ঘটনার বিষয়ে চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ‘চুরির অপবাদে একজন মানুষকে এভাবে মারপিট ও নির্যাতন করা আইন পরিপন্থী। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৬ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৬ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৬ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৭ ঘণ্টা আগে