Ajker Patrika

সরকারি ওষুধ ক্রয় ও আত্মসাৎ: সাবেক সিভিল সার্জনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
সরকারি ওষুধ ক্রয় ও আত্মসাৎ: সাবেক সিভিল সার্জনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার এবং সাবেক দুই সিভিল সার্জনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার সরকারি ওষুধ ক্রয় ও আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহে পৃথক তিনটি মামলা করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল (বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত), সাবেক সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম (বর্তমানে অবসরপ্রাপ্ত) ও ডা. মু. ছিদ্দিকুর রহমান (অবসরপ্রাপ্ত)।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে মামলা দায়ের করা হয় এবং সন্ধ্যার পর তথ্যটি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত বরাদ্দ এম এস আর সামগ্রী ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। সব প্রক্রিয়া শেষে ২০১৫-১৬ অর্থ বছরে মু. ছিদ্দিকুর রহমান সিভিল সার্জন ও স্টোর কিপার হাফিজ বিন ফয়সাল থাকা অবস্থায় ৪৮ লাখ ৯ হাজার ৪০২ টাকার বিভিন্ন ওষুধ ও মেডিকেল সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।

এরপর ২০১৬-১৭ অর্থ বছরে রওশন আরা সিভিল সার্জন ও হাফিজ বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় একই জাতীয় ৩০ লাখ ৪৬ হাজার ৫৩ টাকার সামগ্রী ক্রয় করা হয়। যা রেজিস্ট্রারে তোলা হয়নি।

একইভাবে ২০১৭-১৮ অর্থ বছরে হাফিস বিন ফয়সাল স্টোর কিপার থাকা অবস্থায় (সেসময় দায়িত্বরত সিভিল সার্জন মো. খায়রুল আলম মৃত থাকায় মামলায় নাম বাদ দেওয়া হয়েছে) ২ কোটি ১৫ লাখ ১২ হাজার ৮৫১ টাকার বিভিন্ন সামগ্রী ক্রয় করা হয়। তবুও এসব ক্রয়ের বিস্তারিত রেজিস্ট্রার ভুক্ত করা হয়নি।

অভিযোগ প্রাপ্তির পর এই ঘটনার তদন্ত শেষে দুদক সত্যতা পায় যে, এই তিনজন সরকারি ওষুধ রেজিস্ট্রিতে অন্তভুক্ত না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।

পরে অভিযুক্ত সিভিল সার্জন অফিসের সাবেক স্টোর কিপার সাফিজ বিন ফয়সাল, সাবেক সিভিল সার্জন রওশন আরা বেগম ও মু. ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত